শাহী-সভায় গেরুয়া সুনামি দেখবে কলকাতা, দাবি সুকান্তর কলকাতা, 28 নভেম্বর: ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভায় আগামিকাল বুধবার ঐতিহাসিক ভিড় হবে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার ৷ মঙ্গলবার বঙ্গ বিজেপির সভাপতি সভাস্থল পরিদর্শন করেন ৷ খতিয়ে দেখেন প্রস্তুতি ৷ তার পরই এই মন্তব্য করেন ৷
বুধবার যেখানে বিজেপির সভা হবে, ন’বছর আগে সেখানেই সভা করেছিল গেরুয়া শিবির ৷ সেদিনও মূলবক্তা ছিলেন অমিত শাহ ৷ স্বাভাবিকভাবেই সেই সভারও তুলনা বারবার চলে আসছে ৷ সেই বিষয়টিও এ দিন সুকান্ত মজুমদারের বক্তব্য়ে প্রকাশ পায় ৷ তিনি বলেন, ‘‘ঐতিহাসিক ভিড় হবে৷ আগে যে সভা হয়েছিল, তখন যে সাংগঠনিক পরিস্থিতি, আর এখন যে সাংগঠনিক পরিস্থিতি, তার মধ্যে আকাশপাতাল তফাৎ ৷ প্রচুর মানুষ আসবে৷ কলকাতার বুকে আপনারা গেরুয়া সুনামি দেখবেন ৷’’
বিজেপির সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছে ৷ তারা দিল্লিতে ধরনা দিয়েছে ৷ কলকাতাতেও ধরনা দিয়েছে ৷ তারই পালটা বিজেপিও রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চায় যে অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন ৷ তাছাড়া তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সরকারি কর্মীদের ডিএ না দেওয়া, চাকরি প্রার্থীদের আন্দোলন-সহ সামগ্রিক সব ইস্যু তুলে ধরতেই বুধবার সভার আয়োজন করা হয়েছে ৷
বিজেপির সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন সুকান্ত মজুমদার আদালতের টানাপোড়েন পেরিয়ে এই সভার আয়োজন করা হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন বলে সভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ মঙ্গলবার সেই সবই খতিয়ে দেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি জানান, রাতের মধ্যেই কলকাতায় বিজেপি কর্মী-সমর্থকরা আসবেন ৷ বিজেপি কর্মী-সমর্থকদের আসতে বাধা দেওয়া হলে, তা আদালত অবমাননা হবে ৷
কলকাতায় বিজেপির সভার প্রস্তুতি একই সঙ্গে এ দিনই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি ৷ সুকান্ত বলেন, ‘‘বাংলার বর্তমান যে পরিস্থিতি...কোথা থেকে শুরু করব...কোথায় চুরি হচ্ছে না ৷ এমনকী তৃণমূল কংগ্রেস এখানে যে 21 জুলাই সভা করে, সেটাও কংগ্রেসের থেকে চুরি করা ৷ ডিএ পাচ্ছে না ৷ ডিএ আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ৷ যাঁরা পাশ করে বসে আছেন, তাঁদের চাকরি চুরি হয়ে গিয়েছে ৷ কয়লা চুরি, বালি চুরি, আবাস যোজনায় চুরি হয়েছে ৷’’
কলকাতায় বিজেপির সভার প্রস্তুতি বিজেপি সূত্রে খবর, সভাস্থলের কাছেই চারটে জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে ৷ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যাঁরা বঞ্চিত, তাঁদের সামনে বসানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ এই বিষয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের কারণে রাজ্যে লক্ষ লক্ষ মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না ৷ তাই সকলকে স্বাভাবিকভাবে মঞ্চে জায়গা দেওয়া সম্ভব নয় ৷
আরও পড়ুন:
- ন’বছর পর ভিক্টোরিয়া হাউজের সামনে সভা বঙ্গ বিজেপির, শাহী-বার্তার অপেক্ষায় গেরুয়া শিবির
- অসাংবিধানিক আচরণের অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী
- 'অবিভক্ত পশ্চিমবঙ্গ বাঁচিয়ে রাখাই 29 নভেম্বরের সভার লক্ষ্য', দাবি সুকান্তর