পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta hits out at Mamata: 'আপনার পরিবারের কোনও সদস্য যদি ভিতরে চলে যায় ?', মমতাকে হুঁশিয়ারি সুকান্তর - মমতা বন্দ্যোপাধ্যায়

Sukanta Majumdar hits out at Mamata Banerjee: সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর 6 মাস ভারতে আছেন ৷ এর পালটা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও তাঁর দাবি, পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবে ৷ তা রুখতে পারবেন না মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 22, 2023, 10:34 AM IST

কলকাতা, 22 অগস্ট: "এর মধ্যে যদি আপনার পরিবারের কোনও সদস্য ভিতরে ঢুকে যায় ?", একটি সংবাদসংস্থায় বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য প্রসঙ্গেই তিনি এমন মন্তব্য করেন ৷ ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন গেরুয়া শিবিরের নেতা ৷

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বার্তা দেন, ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ুক, এটা তিনি চান না ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করা নিয়ে তিনি বলেন, "সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি ৷ মোদিজি আর ছ'মাস ভারতে থাকবেন ৷ তারপর আর মোদিজি ভারতে থাকবেন না ৷ তাঁকে হারানোর জন্য যা যা করার, আমরা করব ৷ আমার এখন একটাই খিদে, বিজেপি হঠাও, ইন্ডিয়া বাঁচাও ৷"

আরও পড়ুন: 'যাদবপুরের ছাত্রকে মেরে ফেলল বামপন্থীরা', নেতাজি ইনডোরে তোপ মমতার

এরপরই সুকান্ত পালটা বলেন, "মোদিজির কাছে 6 মাস সময় আছে ৷ আপনার কাছে 6 সপ্তাহ সময় আছে কি ? এর মধ্যে যদি আপনার পরিবারের কোনও সদস্য ভিতরে ঢুকে যায় ?" ইন্ডিয়া জোট নিয়েও সুকান্ত মজুমদার আক্রমণ শানান ৷ তিনি বলেন, "আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আইএনডিআইএ-র একজন সদস্য ৷ কিন্তু ইন্ডিয়া আপনার সঙ্গে নেই ৷ ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই রয়েছে ৷"

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গটিও উত্থাপন করেন ৷ তিনি বলেন, "সিএএ কার্যকরী করা হবে ৷ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা আটকাতে পারবেন না ৷ বাংলার মানুষ আপনার দুর্নীতির কথা জেনে গিয়েছে ৷ আসন্ন ভোটে আপনাকে বাংলা থেকে ক্ষমতাচ্যুত করবে জনতা ৷" গতকালই এনআরসি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় হুঁশিয়ারির সুরে বলেছেন, "আমি বাংলায় এনআরসি করতে দিইনি ৷ আর করতে দেব না ৷ অসমে সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দিল, আমরা তখন প্রতিনিধিদল পাঠিয়েছিলাম ৷ তাদের অসমে ঢুকতে দেওয়া হয়নি ৷"

আরও পড়ুন: ফুরফুরা বা বেলুড় মঠের রাজনীতি যোগ চান না মমতা

এদিন মমতা আরও বলেন, "রমাদান মাসে আমি রোজা করতে যাই ৷ ওরা আমার ছবি নিয়ে মজা করে ৷ এমনকী বিজেপি আমার নাম বদলে দিয়েছিল ৷ তবে তাতে আমার কিছু যায় আসে না ৷ আমি দেখব কোনও ধর্ম যেন অন্য ধর্মের সঙ্গে লড়াই না করেন ৷"

ABOUT THE AUTHOR

...view details