পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: নবান্ন অভিযান নিয়ে মামলা করতে গিয়ে খালি হাতে ফিরলেন সুকান্ত

নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীদের উপর অত্যাচার এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে আদালতে মামলা দায়ের করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

Sukanta Majumder at Bankshall Court
ETV Bharat

By

Published : Sep 29, 2022, 12:21 PM IST

Updated : Sep 29, 2022, 3:31 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর:নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীদেরকে হেনস্থা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'কপালে গুলি করা' সম্পর্কিত মন্তব্যর বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বৃহস্পতিবার আদালতে গেরুয়া শিবিরের এই মামলার বিরোধিতা করেন সরকারি কৌঁসুলী । এরপর আদালতকক্ষে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় । আর তাই মামলা না করেই ফিরতে হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar at Bankshall Court Kolkata) ৷

এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, "আমার আইনজীবীকে বার বার বাধা দেওয়া হয়েছে ৷ বার বার তাঁকে আটকে দেওয়া হয়েছে, যাতে তাঁর কথা শুনতে না পাই ৷" সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "থানায় গিয়ে সুবিচার না পেলে তিনি মহামান্য আদালতের কাছে আসতে পারেন ৷ দুর্ভাগ্য যে, আমাদের আইনজীবী আদালতে যত বার এ কথা তুলে ধরতে চেয়েছেন, ততবারই বাধাপ্রাপ্ত হয়েছি ৷"

13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল ৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া ও কলকাতায় বহু কর্মী, সমর্থক, নেতারা আসেন ৷ গেরুয়া শিবিরের অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার বিভিন্ন জায়গা এবং হাওড়া ৷ পদ্ম শিবিরের অভিযোগ, এদিন শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিল তারা ৷ পুলিশ শাসক দলের নির্দেশে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালিয়েছে ৷ 14 তারিখ বহু কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন: আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক

নবান্ন অভিযানের দিন পুলিশ-জনতা সংঘর্ষে আহত হন পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায় ৷ পরের দিন তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পুলিশ আধিকারিককে দেখে বেরিয়ে তিনি (Abhishek Banerjee) বলেন, "কাল পুলিশ অত্যন্ত ধৈর্যের কাজ করেছে (Abhishek Talks Tough) ৷ আমি যদি পুলিশের জায়গায় থাকতাম, তাহলে আমি এখানে (কপালে) শ্যুট করতাম ৷"

ব্যাঙ্কশাল কোর্টে সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার

তৃণমূল সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধেও মামলা দায়ের করতে এসেছিলেন সুকান্ত মজুমদার ৷ কিন্তু মামলা দায়ের না হওয়ায় তিনি বলেন, "প্রশাসন মামলা নিতে ভয় পাচ্ছে ৷ কারণ তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আমি জানি না, তিনি উপর থেকে এসছেন কি না !" তিনি আরও বলেন, "মাঝে মাঝে প্রমাণ করে দেখাতে হয় ৷ আমরা চোর চোর বলতাম ৷ কেউ বিশ্বাস করত না ৷ যখন বান্ধবীর বাড়ি থেকে লক্ষ লক্ষ কেটি কোটি টাকা উদ্ধার হল, তখন লোকে বিশ্বাস করছে ৷ আমরা যে বলছি প্রশাসন পক্ষপাতদুষ্ট ৷ সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে তো যে প্রশাসন নিরপেক্ষ নয় ৷"

আরও পড়ুন: 'আমার চ্যালেঞ্জ, কপালে গুলি করে দেখান', মমতা-অভিষেক-মহুয়াকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

Last Updated : Sep 29, 2022, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details