3 রাজ্যে জয়ের পর 24 নিয়েও আশাবাদী সুকান্ত-দিলীপ কলকাতা, 4 ডিসেম্বর: ঐতিহাসিক ফলাফল হয়েছে । আর একবার প্রমাণ হয়ে গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমকক্ষ কেউ নেই । দিল্লির পথে রওনা দেওয়ার আগে তিন রাজ্যে গেরুয়া ঝড় নিয়ে বলতে গিয়ে এমনই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের । এই জয়ের পর লোকসভা নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি সাংসদ দিলীপ ঘোষও ৷
এ দিন সুকান্ত বলেন, "গতকালের ফলাফল রাজ্য বিজেপিকে বিপুল অক্সিজেন দিয়েছে । গত 29 নভেম্বর অমিত শাহ প্রথম দাওয়াই দিয়ে গিয়েছিলেন । গতকাল দ্বিতীয় দাওয়াই পেল বিজেপি । এই নিয়েই বিজেপি এ বার লোকসভার প্রস্তুতির জন্য মাঠে নামবে । বিজেপির বিশ্বাস, চব্বিশেও দারুণ ফলাফল হবে ।"
বছরের শেষে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করেছে বিজেপি । এর মধ্যেই একদিকে আজ থেকে যেমন শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, অন্যদিকে আজই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে এ দিন সুকান্ত বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সারা দেশেই যাওয়া উচিত, না হলে উনি কুপমণ্ডুক হয়ে থাকবেন ।"
সুকান্তর মতে, বিরোধীরা যত অপপ্রচার এবং নরেন্দ্র মোদিকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করবে, ততই নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি রাজনৈতিক মানচিত্রে শক্তিশালী হবে । এই রাজ্যগুলির পাশাপাশি সার্বিক ভাবে লোকসভায় আরও ভালো ফল হবে । শতাংশের নিরিখে কংগ্রেস যত আসন জিতিয়েছে, তার থেকে অনেক বেশি আসনে লোকসভায় বিজেপি জিতবে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির ।
তিনি আরও বলেন, এ রাজ্যের তুলনায় অন্যান্য রাজ্যের নাগরিকরা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছেন । উদাহরণস্বরূপ তিনি জানিয়েছেন, এই রাজ্যে এইডসে আক্রান্ত রোগীদের 1200 টাকা করে পাওয়ার কথা । কিন্তু বিগত বেশ কয়েমাস ধরে তা বন্ধ রয়েছে । অথচ গুজরাত সরকার এইডস রোগীদের প্রতি মাসে 1500 টাকা দেয় । অন্যান্য রাজ্যে অনেক বেশি প্রকল্প এবং তার সুযোগ সুবিধাও অনেক সুলভ ।
এ দিন বিরোধীদের জোট ইন্ডিয়াকেও কটাক্ষ করেন সুকান্ত ৷ তিনি বলেন, ইন্ডিয়া জোটের না অতীত ছিল । না বর্তমান আছে । না ভবিষৎ আছে । তাই ওদের নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই । সবই তো পারিবারিক পার্টি ।
অন্যদিকে, আজ দিল্লি যাওয়ার পথে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আগামী চব্বিশের লোকসভা নির্বাচনের পূর্বাভাস এটা । নরেন্দ্র মোদির উপরেই সবার আস্থা আছে । বাকি যাই জোট হোক না কেন, সে সবে কেউ মাথা ঘামাচ্ছে না ।
ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে এ দিন দিলীপ ঘোষ বলেন, "জোট কি আদৌ আছে ? ইন্ডিয়া কোথায় ? পশ্চিম বাংলায় আছে দেখেছেন ? সারা ভারতে দুবার তিনবার চা খেয়েছে । এখন একে অপরকে দোষারোপ করতেই ব্যস্ত । ধর্মতলায় সভার পর থেকে রাজ্য বিজেপি চাঙ্গা হয়ে গিয়েছে । এর পর আবারও চাঙ্গা হবে । ধীরে ধীরে চব্বিশের জন্য কর্মীরা আবার নিজেদের মেজাজে আসছেন ।"
আরও পড়ুন:
- পদ্ম ঝড়ে তেজি সূচক, মোদিতেই ভরসা বিনিয়োগকারীদের !
- 'নেতিবাচক ভাবমূর্তি ঝেড়ে ফেলুন, বুদ্ধিমত্তার পরিচয় দিন', অধিবেশনের আগে বিরোধীদের বার্তা মোদির
- 'মোদি মানেই গ্যারান্টি', বার্তা খোদ প্রধানমন্ত্রীর