কলকাতা, 30 জানুয়ারি:একটি মামলার কাজে কলকাতা হাইকোর্টে এসে সোমবার রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার প্রশ্নে এদিন তৃণমূল কংগ্রেস সরকারকে এক হাত নেন রাজ্য বিজেপি সভাপতি (Sukanta Majumdar speaks on DA Issue) ৷ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা দেওয়ার পক্ষে সওয়াল করে তিনি বলেন,"হাইকোর্ট একাধিকবার রাজ্য সরকারের গালে থাপ্পড় মারা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না ।"
সুকান্ত মজুমদারের কথায়,"বিজেপি গত নির্বাচনে ক্ষমতায় আসার পর বলা হয়েছিল মুসলিমদের স্বার্থে আঘাত আসবে । তাদের মসজিদে ঢুকতে দেওয়া হবে না । আমার প্রশ্ন বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের অবস্থা আর এরাজ্যের মুসলিমদের অবস্থার তুলনা করে দেখুন না। গুজরাতে মাত্র 10 শতাংশ মুসলিম আর এরাজ্যে 30 শতাংশ । এরাজ্যের কতজন মুসলিম সরকারি চাকরি করেন আর গুজরাতে কতজন মুসলিম সরকারি চাকরি করেন খতিয়ে দেখা হোক ।"