পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: 'এখনও সময় আছে সামলে যাও, না হলে বিপদ আছে', তৃণমূল নেতাদের হুঁশিয়ারি সুকান্তর

তৃণমূল নেতাদের শুধরে যাওয়ার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার একইভাবে তিনি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ৷

ETV bharat
সুকান্ত মজুমদার

By

Published : May 19, 2023, 9:32 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 19 মে:নাম না করে তৃণমূলের নেতা-মন্ত্রীদের সাবধান করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শুক্রবার দক্ষিণ 24 পরগনার গোসাবায় একটি জনসভায় অংশগ্রহণ করতে গিয়ে তিনি জানান, অনেকে তৃণমূলের নেতারা এখন টের পাচ্ছেন যে খারাপ সময় আসছে । কিন্তু যাঁরা এখনও বুঝতে পারছেন না তাদের সময় থাকতে সামলে যাওয়ার কথা বলেন তিনি ।

সুকান্ত মজুমদার এদিন তৃণমূল নেতাদের উদ্দেশে বলেন,"এবার তৃণমূল নেতারা বুঝতে পেরে গিয়েছেন যে আগামিদিনে খুব খারাপ সময় আসছে । আর যারা এখনও বুঝতে পারছে না তাদের বলতে চাই, এখনও সময় আছে সামলে যাও ৷ না হলে বিপদ আছে । এক একজন বিধায়ক কোটি কোটি টাকার সম্পত্তি করেছে ।" রাজ্যে নিয়োগ দুর্নীতি, গরুপাচার মামলায় ইতিমধ্যেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের হেভিওয়েট নেতারা ৷ গ্রেফতার হয়েছেন আরও তৃণমূল নেতা ও বিধায়ক ৷

এদিন দুর্নীতি প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, দক্ষিণ 24 পরগনার এক জেলার বিধায়ক গত দু'বছরে 200 কোটি টাকার মালিক হয়েছেন ৷ তথ্যও প্রমাণ-সহ ইডির দফতরে জমা দেওয়া হয়েছে অভিযোগ । সুকান্তর কথায়, "যে একসময়ের মুরগির খামার চালাত, সেই ব্যক্তি এখন 200 কোটি টাকার মালিক । কী উন্নয়ন হয়েছে বোঝাই যাচ্ছে । তাই রাজ্যে মানুষকে এইসব দুর্নীতিগ্রস্থ বিধায়কদের গো-হারা হারাতে হবে ৷ বিজেপি সবার পাশে আছে ।"

রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, বৃহস্পতিবার ভগবানপুরে বিজেপির মিছিল ছিল বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে ৷ সেই মিছিলের উপর তৃণমূলের হার্মাদরা হামলা করে বলে অভিযোগ ৷ সেখানে বোমাবাজি হয় এবং পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । এরপর তাঁর সুরক্ষার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হয় ৷ কিন্তু তার পরেও এলাকার পুলিশের কোনও ভ্রুক্ষেপ নেই ।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত বলেন, "বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে তদন্ত চলছে সেই তদন্তকে ব্যহত করতে । কখনও ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, কখনও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন ৷ এবার এটা নিয়ে সুপ্রিম কোর্টেও যাবেন সেটা আমরা জানি এবং সেখানে গিয়ে বড় বড় সব উকিল ধরবেন, যাঁরা কয়েক লক্ষ টাকা নেন ৷ অথচ মুখেই বলছেন যে আমি যদি অপরাধী হই তাহলে ফাঁসির মঞ্চে ফাঁসি বরণ করব ।" জনগণ এই দ্বিচারিতা বুঝে, উচিত শাস্তি দেবে বলেও এদিন মন্তব্য করেন সুকান্ত ৷

আরও পড়ুন: অমিত শাহই বলেছেন যে সিবিআই তাঁকেও চাপ দিয়েছিল মোদির নাম বলার জন্য, দাবি অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details