পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: র‍্যাগিং কোনওভাবেই সমর্থনযোগ্য নয়, শহরে ফিরে যাদবপুরের ছাত্র মৃত্যুতে সরব সুকান্ত

BJP State President on JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ একজন অধ্যাপক হিসাবে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷

Sukanta Majumdar
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

By

Published : Aug 12, 2023, 12:38 PM IST

শহরে ফিরে যাদবপুরের ছাত্র মৃত্যুতে সরব সুকান্ত

কলকাতা, 12 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃ্ত্যু নিয়ে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ দিল্লি থেকে শহরে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । যাদবপুরের ভেতরে কী ধরনের পরিবেশ রয়েছে সেটা এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে । এর তদন্ত হওয়া উচিত ৷ যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত । একটি ছাত্র জীবন হারাল ৷ কিছু ছাত্রের অসভ্যতা বর্বরতার জন্য এই ঘটনা ঘটেছে । "

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ তুলেছে স্বপ্নদীপের পরিবার ৷ সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ সুকান্ত মজুমদার নিজে একজন অধ্যাপক ৷ তিনি র‍্যাগিংয়ের নামে অত্যাচারের তীব্র নিন্দা করেছেন ৷ এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "ইউজিসির নিয়ম আছে, র‍্যাগিং কোনওভাবেই সমর্থনযোগ্য নয় । আমার মনে হয় কর্তৃপক্ষের কড়া অবস্থান নেওয়া উচিত । যাদবপুরে পুলিশ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, এটাও সমর্থনযোগ্য নয় ৷ উপাচার্য বললে অবশ্যই সেখানে পুলিশ ঢুকবে ৷ কেন ঢুকবে না ৷ একটি মৃত্যু হয়েছে, ছাত্রের খুন হয়েছে ।"

আরও পড়ুন:চলত ব়্যাগিং সেল, সৌরভের নির্দেশই ছিল হস্টেলের শেষ কথা; দাবি পুলিশের

গতবছর 11 অগস্ট গরুপাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ গ্রেফতারির এক বছর পূর্ণ হল তাঁর ৷ এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "ভালোই আছেন ওখানে, বর্ষপূর্তি হচ্ছে, সে বর্ষপূর্তির জন্য ওনাকে অভিনন্দন । আরও কয়েক বছর থাকতে হবে । চিন্তার কিছু নেই ৷ উনি থাকবেন ওনার মেয়ে হয়তো কিছুদিন পর ছাড়া পাবে ৷ বাবার আগে ছাড়া পাবে ৷ কারণ মেয়ে তো আর মূল কাণ্ডারী নন ৷ মূল কাণ্ডারী অনুব্রত মণ্ডল ৷ তাঁকে আরও অনেকদিন থাকতে হবে ।"

আরও পড়ুন:অনুব্রতর গ্রেফতারির ১ বছর, জেলবন্দি 'কেষ্ট' এখনও বহাল দলীয় পদে

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে ৷ সে প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "জেতার পর আমাদের প্রধানকে অপহরণ করে নেওয়া হয়েছে ভাবতে পারেন ৷ আমাদের জয়ী প্রার্থীদের ভয় দেখিয়ে পুলিশি মামলা দিয়ে তাদেরকে হেনস্তা করা হচ্ছে । বিজেপিতে যোগ দেবে তাদের পুলিশ ফোন করে বলছে যে তোমরা কেন গেছ? পুলিশের এটা কাজ । পুলিশের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া । পুলিশ সুরক্ষা দিতে পারছে না, তৃণমূলের দলদাসের মতো কাজ করছে ।"

ABOUT THE AUTHOR

...view details