কলকাতা, 12 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃ্ত্যু নিয়ে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ দিল্লি থেকে শহরে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । যাদবপুরের ভেতরে কী ধরনের পরিবেশ রয়েছে সেটা এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে । এর তদন্ত হওয়া উচিত ৷ যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত । একটি ছাত্র জীবন হারাল ৷ কিছু ছাত্রের অসভ্যতা বর্বরতার জন্য এই ঘটনা ঘটেছে । "
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ তুলেছে স্বপ্নদীপের পরিবার ৷ সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ সুকান্ত মজুমদার নিজে একজন অধ্যাপক ৷ তিনি র্যাগিংয়ের নামে অত্যাচারের তীব্র নিন্দা করেছেন ৷ এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "ইউজিসির নিয়ম আছে, র্যাগিং কোনওভাবেই সমর্থনযোগ্য নয় । আমার মনে হয় কর্তৃপক্ষের কড়া অবস্থান নেওয়া উচিত । যাদবপুরে পুলিশ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, এটাও সমর্থনযোগ্য নয় ৷ উপাচার্য বললে অবশ্যই সেখানে পুলিশ ঢুকবে ৷ কেন ঢুকবে না ৷ একটি মৃত্যু হয়েছে, ছাত্রের খুন হয়েছে ।"
আরও পড়ুন:চলত ব়্যাগিং সেল, সৌরভের নির্দেশই ছিল হস্টেলের শেষ কথা; দাবি পুলিশের