পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar : আমাদের কিছু বলার নেই, যিনি দলবদল করেছেন তিনি বলবেন; অর্জুন প্রসঙ্গে মন্তব্য় সুকান্তর - Arjun Singh joins TMC

"যাঁর যা পছন্দ সেই অনুসারে দল করবেন ৷ উনি কেন দল পরিবর্তন করেছেন, তার উত্তর দেওয়ার জন্য উনিই যোগ্য ব্যক্তি। আমি আমার দলে আছি ৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব । " অর্জুন সিংয়ের দলবদল নিয়ে কলকাতা বিমানবন্দরে নেমে এমনটাই বললেন সুকান্ত মজুমদার (BJP MP Arjun Singh joins TMC) ৷

Sukanta Majumdar news
অর্জুন সিং প্রসঙ্গে মন্তব্য় সুকান্ত মজুমদারের

By

Published : May 23, 2022, 7:32 AM IST

কলকাতা, 23 মে : দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের দলবদল প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমাদের কিছু বলার নেই, তিনি দলবদল করেছেন তিনিই বলতে পারবেন (Arjun Singh joins TMC)৷"

রবিবার তৃণমূলে ফিরেছেন অর্জুন সিং ৷ 2019 সালে সাংসদ পদে টিকিট না-পেয়ে গোঁসা হয়েছিল অর্জুন সিংয়ের ৷ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও তখন শত চেষ্টা করেও তাঁকে ঘরে ধরে রাখতে পারেননি । এদিও বিজেপিও পারল না ৷ পদ্মপাট চুকিয়ে ঘাসফুলে ফেরত গেলেন তিনি ।

রাজনৈতিক মহল বলছে, শেষ পর্যন্ত পাট শিল্পের জন্য কোনও লাভ হবে কি না, জানা নেই ৷ তবে লাভবান হবেন অবশ্যই অর্জুন সিং নিজে । ষাটোর্ধ্ব এই রাজনীতিক তাঁর রাজনৈতিক জীবনে দলবদলকে কার্যত শিল্পে পরিণত করেছিলেন । প্রথমে কংগ্রেস থেকে তৃণমূলে, তারপর তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন অর্জুন সিং । রবিবার দল বদলের পর তিনি বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরে এলাম ৷ ভুল বোঝাবুঝির কারণে দল ছেড়েছিলাম ৷" যাবতীয় জল্পনা সত্যি করে রবিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে ফিরেছেন অর্জুন ৷

আরও পড়ুন :Arjun Singh Rejoins TMC : পদ্ম ছেড়ে অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে প্রত্যাবর্তন অর্জুনের

রবিবার তৃণমূলে যোগ দিয়েই বিজেপি নেতাদের ঠাণ্ডা ঘরে বসে রাজনীতি নিয়ে কটাক্ষ করেন অর্জুন সিং ৷ এ প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, "উনি তো এতদিন বিজেপিতে ছিলেন ৷ এসি ঘরে বসে রাজনীতি করেছেন ।"

অর্জুনের দলবদল রাজ্য বিজেপি কীভাবে দেখছে এই প্রসঙ্গে সুকান্ত বলেন, "রাজ্য বিজেপি আলাদা করে কিছুই দেখছে না ৷ উনি এসেছিলেন, ওনার মনে হয়েছে তৃণমূলে গেলে ভাল হবে তাই গিয়েছেন ৷ যাঁর যা পছন্দ সেই অনুসারে দল করবেন ৷ উনি কেন দল পরিবর্তন করেছেন সেটা বলার উনি যোগ্য ব্যক্তি। আমি আমার দলে আছি ৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব । "

অর্জুন সিংয়ের দলবদলের পাশাপাশি খাগড়াগড়ে জাল নোট উদ্ধার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, "নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গে জাল নোট উদ্ধার হবে, বোমা উদ্ধার হবে ৷ এটাই স্বাভাবিক ৷ পশ্চিমবঙ্গের জন্য অস্বাভাবিক কিছু নয় ।"

ABOUT THE AUTHOR

...view details