পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta attacks Mamata : 'শীঘ্রই মুখ্যমন্ত্রীর পালা আসছে !' কেন একথা বললেন সুকান্ত ? - মমতা বন্দ্যোপাধ্যায়

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks Mamata Banerjee) ৷ কী বিষয়ে কথা বললেন তিনি ?

Sukanta Majumdar attacks Mamata Banerjee over Huge Cash Recovered in Kolkata
ফাইল ছবি

By

Published : Feb 9, 2023, 7:27 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি:"মনে হচ্ছে, ইডি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে ! এবার খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পালা আসতে চলেছে !" কলকাতায় ব্যবসায়ীর বাড়ি থেকে 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধারের (Huge Cash Recovered in Kolkata) ঘটনায় এভাবেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিশানা করলেন বিরোধী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks Mamata Banerjee) ৷

উল্লেখ্য, বুধবার ফের একবার শহর কলকাতায় উদ্ধার হয় 'কুবেরের ধর' ৷ বিখ্যাত একটি ধাবার মালিক মনজিৎ সিংয়ের অফিস এবং তাঁর পরিচিতের বাড়ি থেকে নগদ 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ সেই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার একটি টুইট করেছেন সুকান্ত ৷ সেই টুইটে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ফ্রেমে রয়েছেন মনজিৎ সিং ৷ টুইটে সুকান্ত লিখেছেন, "ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি ! শোনা যাচ্ছে, কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিৎ সিং গেরেওয়াল ৷ যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি ৷ দুর্নীতিকে আশ্রয় না-দিলে মাননীয়া দিদি কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন ?"

আরও পড়ুন:দিদির দূতদের ঝাঁটা পিটিয়ে বিদায় করছেন গ্রামের মানুষ, কটাক্ষ সুকান্তর

ইডি সূত্রে দাবি করা হচ্ছে, কয়লা পাচারের টাকা ঘুরপথে এসেছিল মনজিৎ সিংয়ের হাতে ৷ সেই প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন, "ইডি দাবি করেছে, মনজিৎ সিংয়ের অফিস এবং তার কিছু পরিচিত মানুষের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে ! কিন্তু, আমি ইডির এই পারফরম্য়ান্সে খুবই হতাশ ৷ কারণ, বাংলা শুধু দেড় কোটি টাকা উদ্ধার হওয়ার মতো জায়গা নয় ! যদি আরও কোটি কোটি টাকা বের হত, তাহলে আমি খুশি হতাম ৷ এই ঘটনায় মনজিৎ সিং বলে যাঁর নাম উঠে এসেছে, তিনি নাকি একটি ধাবা চেইনের মালিক ৷ এই ভদ্রলোকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এক আত্মীয়ের এত নিবিড় সম্পর্ক কেন ? বাংলার মানুষ এসব জানতে চায় ৷ অবশ্য সমস্যায় পড়লে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোককেও চিনতে পারেন না ৷ ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে মনে হচ্ছে ! এবার খুব শীঘ্র মুখ্যমন্ত্রীর পালা আসতে চলেছে !"

সুকান্ত আরও দাবি করেছেন, "শুনলাম এই ভদ্রলোকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইয়ের নিবিড় সম্পর্ক রয়েছে ৷ কার্তিক, গণেশ অনেকেই আছেন ৷ এই বিষয়ে আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি ৷ ইডি যেমন তদন্ত করছে, করুক ৷ কিন্তু আদালত দেখুক ঠিকভাবে তদন্ত চলছে কি না !" এছাড়া, এদিন মদন মিত্রের শিক কাবাব সংক্রান্ত মন্তব্য়েরও সমালোচনা করেন সুকান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details