পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক', মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ সুকান্তর - মমতা বন্দ্যোপাধ্যায়

Sukanta Majumdar: বিজেপির কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রীকে 'মেগালোম্যানিয়াক' বললেন তিনি ৷ ইন্দিরা জোট নিয়েও সমালোচনা করতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতিকে ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 6:13 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক '

কলকাতা, 13 জানুয়ারি:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ইন্ডিয়া জোট নিয়ে মন্তব্য করতে গিয়ে শনিবার তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 'মেগালোম্যানিয়াক' মহিলা । ফুটো নৌকার মাঝি কেউ হতে চায় না । মমতা বন্দ্যোপাধ্যায় খুব বুদ্ধিমতী মহিলা, সে বিষয়ে তো কোনও সন্দেহ নেই ৷ বাংলার এত মানুষকে বোকা বানাচ্ছেন। স্বাভাবিকভাবে উনি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন আর সেটা ছেড়ে দেবেন । এটা হতেই পারে না । যিনি সব জায়গা নিজের ছবি ছাড়া আর কারও ছবি লাগাতে দেন না । তিনি যখন প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে দিয়েছেন তখন নৌকা যে ফুটো সেটা নিশ্চিত ।

তাঁর কথায়, "নীতিশ কুমারও বুদ্ধিমান । তিনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে দিয়েছেন, তখন তিনি ভাবলেন তিনি এই সুযোগ নিয়ে কী করবেন । তাই খাড়গেকে এগিয়ে দিয়েছেন । হারতে তো হবেই । কাজের কাজ কিছু হবে না ।"

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন এগোচ্ছে সবকটি রাজনৈতিক দল । পিছিয়ে নেই বঙ্গ বিজেপির যুব মোর্চাগুলিও । বিজেপিতে নতুন ভোটার টানতে যুব মোর্চার সব থেকে বড় কর্মসূচির সূচনা হল শনিবার থেকে । শনিবার ন্যাশনাল লাইব্রেরিতে নমো অ্যাপের ওয়ার্কশপে এসে এই ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । নতুন ভোটার সংযুক্তিকরণ অভিযানের নেতৃত্বে রয়েছেন যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ ও সহ-সভাপতি হিরণ চট্টোপাধ্যায় । নতুন ভোটার সংযুক্তিকরণ অভিযানের জন্য রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে কর্মসূচি পালন করবে বিজেপির যুব মোর্চা ।

রাজ্যের 200টি এলাকায় যুব মোর্চার তরফে পালিত হবে বিশেষ কর্মসূচি এবং দেশজুড়ে প্রায় 5000 কেন্দ্র করা হচ্ছে নতুন ভোটার সংযুক্তিকরণ অভিযানের জন্য । আগামী 25 জানুয়ারি অর্থাৎ 'ন্যাশন্যাল ভোটারস ডে'তে ভার্চুয়াল মাধ্যমে নতুন ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী 17 থেকে 20 জানুয়ারি পর্যন্ত বিধানসভাভিত্তিক বিকশিত ভারত পদযাত্রা কর্মসূচি করবে বিজেপির যুব মোর্চা ।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাসকদল এবং ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার । গিয়াসউদ্দিন মোল্লাকে সিসিটিভিতে দেখা গেলেও তাঁকে এখনও পুলিশ গ্রেফতার করেনি । এই বিষয় বিজেপির রাজ্য সভাপতি বলেন, "গিয়াসউদ্দিন মোল্লা পর্যন্ত পৌঁছনোর আসলে পুলিশের দমই নেই । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁকে ধরতে দেবেন না । তাঁকে গ্রেফতার করতে গেলে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সাসপেন্ড করে দেবে ।"

শনিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেছেন, "বিজেপি মহিলাদের সম্মান করে না ।" তৃণমূলের তরফে বলা হয়েছে, "অমিত মালব্য আইটি সেল চালানোর জন্য 'ধর্ষক'দের ভাড়া করেছেন । বাংলায় এই জিনিস চলবে না ।" এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "গুজরাত অনেক দূর । কামদুনির মেয়েটি এখনও বিচার পায়নি । যে সাংসদের বন্ধুরা পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে দায়ী তারা বহাল তবিয়তে এখনও দল করছে । মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রাজ্যে এমন ঘটনা ঘটে তাদের নেতা-মন্ত্রীর মুখে এসব মানায় না ।" এদিন অধীররঞ্জন চৌধুরী এসএসকেএম পর্যন্ত মিছিল করেছে এই বিষয় তিনি বলেন, "এখানে তারা মিছিল করছে আর দিল্লিতে তার নেতারা ফিস ফ্রাই খাচ্ছেন । উনি কোন কংগ্রেসে আছেন সেটা আগে বলতে বলুন ।"

আরও পড়ুন:

  1. বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সন্দেশখালি প্রসঙ্গে মমতাকে তোপ অনুরাগের
  2. শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াসউদ্দিন সন্দেশখালিতেই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  3. পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা নিয়ে সরব বিজেপি, পালটা জবাব তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details