কলকাতা, 11 নভেম্বর : অমিত শাহের জরুরি তলব। বিজেপি সূত্রের খবর, দুই-এক দিনের মধ্যে দিল্লি যাচ্ছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। শুধু অমিত শাহ নয়, দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন বিজেপি-র এই দুই শীর্ষ নেতৃত্ব।
পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর সঙ্গেও নতুন কমিটি নিয়ে খুব শীঘ্রই আলোচনা করতে পারে বলেও জানা গিয়েছে। বৈঠকে নতুন রাজ্যকমিটি নিয়েই আলোচনা হবে। 15 নভেম্বর মধ্যে নতুন রাজ্য কমিটি ঘোষণা হতে পারে বলেও বিজেপি। বঙ্গবিজেপি-র পক্ষ থেকে নতুন রাজ্য কমিটি তৈরি নিয়ে দিল্লিতে একটি তালিকা আগেই জমা পড়েছে । তবে, আরও বেশ কিছু নতুন নাম সেই তালিকায় যোগ হতে পারে বলে জানা গিয়েছে ৷ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, " বিজেপি সর্বভারতীয় দল। আমাদের যা কিছু ঠিক হয়, সেটা দিল্লি থেকেই ঠিক হয়। নতুন রাজ্য কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে ৷"
19 ডিসেম্বর কলকাতা ও হাওড়া পৌরনিগমের নির্বাচন। তার আগে নতুন রাজ্য কমিটি তৈরি করেই ভোটের ময়দানে নামতে চাইছে বিজেপি। পাশাপাশি দলের মধ্যে অন্তরকলহ নিয়ে ক্ষুব্ধ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিক অভিনেতা-অভিনেত্রী, বিধায়ক এবং কার্যকর্তা সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব।
BJP : অমিত শাহের জরুরি তলবে দিল্লি যাচ্ছেন সুকান্ত-অমিতাভ - Srabanti Chatterjee
সম্প্রতি বিজেপি ছেড়েছে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবারই পদ্মের প্রতি মোহভঙ্গ হয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দলের মধ্যেও গোষ্ঠীকোন্দল তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে ৷ পাশাপাশি বিজেপি-র একাধিক নেতা-নেত্রীকে দলবিরোধী মন্তব্য করতেও শোনা গিয়েছে ৷
অমিত শাহের জরুরি তলবে দিল্লি যাচ্ছেন সুকান্ত-অমিতাভ
আরও পড়ুন : মোহভঙ্গ, এবার বিজেপি ত্যাগ শ্রাবন্তীর
সম্প্রতি বিজেপি ছেড়েছে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতা-নেত্রী। দলের মধ্যেও গোষ্ঠীকোন্দল তৈরি হয়েছে বলেও খবর ৷ দলবিরোধী মন্তব্য করছেন বিজেপির একাধিক নেতা-নেত্রী। দলে শৃঙ্খলারক্ষা কমিটিও আগামিদিনে কী পদক্ষেপ নেয়। সেই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে কড়া গাইডলাইন দিতে পারে বলেও মনে করা হচ্ছে।