কলকাতা, 14 সেপ্টেম্বর: মঙ্গলবার বঙ্গ বিজেপির নবান্ন অভিযানে আহত হন নেত্রী মীনাদেবী পুরোহিত (BJP Councillor Meena Devi Purohit) পুলিশের লাঠিচার্জের সময় গুরুতর আহত হন । মাথায় আঘাত লাগে তাঁর । এরপর তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ।
মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বুধবার হাসপাতালে দেখতে যান মীনাদেবীকে । এই ঘটনাটিকে সৌজন্যের নজির হিসেবেই দেখছে রাজনৈতিক মহল । এছাড়াও আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও নেত্রী অগ্নিমিত্রা পাল-সহ আরও অনেকেই নার্সিংহোমে দেখতে যান তাঁকে । প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযান ঘিরে হাওড়া ও সাঁতরাগাছির মতোই উত্তপ্ত হয়ে ওঠে এমজি রোড । কলেজ স্কোয়ার থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে বিরাট মিছিল নবান্নমুখী হয় । মিছিল হাওড়া ব্রিজের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয় । পথে বসে পড়েন দিলীপ ঘোষ । উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা । উত্তেজনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ জলকামান চালায় । আন্দোলনকারীরা পালটা ইঁট ছুড়তে শুরু করেন পুলিশকে লক্ষ্য করে ।