পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: নিজেকে সুরক্ষিত রাখতেই উধাও সিসিটিভি ? ভোটে কারচুপি নিয়ে সুকান্তের নিশানায় বালুরঘাটের বিডিও - Panchayat Election Results 2023

ভোটে কারচুপিতে শাসকদলকে মদত দেওয়ার অভিযোগ তুলে বালুরঘাটের বিডিও-র বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar

By

Published : Jul 16, 2023, 12:30 PM IST

কলকাতা, 16 জুলাই:পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে বিরোধীরা ৷ প্রশাসনের মদতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ থেকে শুরু করে গণনায় কারচুপি করেছে শাসকদল ৷ এই অভিযোগে সরব বিরোধীরা ৷ এ বার বালুরঘাট কলেজের সিসিটিভি ক্যামেরা উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সেই দাবিই আরও জোরালোভাবে তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ বিষয়ে তিনি আদালতেরও দৃষ্টি আকষর্ণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷

পুলিশকে লেখা বালুরঘাটের বিডিও-র একটি চিঠি রবিবার সকালে টুইটারে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার ৷ সেই চিঠিতে বালুরঘাট থানাকে বিডিও জানিয়েছেন, বালুরঘাট কলেজের কেবি-05 ঘরের সিসিটিভি-টি পাওয়া যাচ্ছে না ৷ এ ব্যাপারে তিনি জেনারেল ডায়েরি করার আবেদন জানিয়েছেন ওই চিঠিতে ৷ এই চিঠি তুলে ধরেই সুকান্তের প্রশ্ন, আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই কি বিডিও এই সিসিটিভি উধাও করে দিলেন ? বিষয়টি তিনি উচ্চ আদালতের নজরে আনবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷

তিনি এ দিন টুইটে লেখেন, "পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলই । বালুরঘাট ব্লকের বিডিও সাহেব তাতে আরও নতুন তথ্য যোগ করে বলেন, গণনাকেন্দ্র থেকে মেমারি কার্ড -সহ আস্ত সিসিটিভি ক্যামেরা উধাও-এর অভিযোগ । বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলি কাঁটার মতো বিঁধে গিয়েছে, না পারছেন গিলতে না পারছেন বার করতে ।"

আরও পড়ুন:সিপিআইএম জিতলেও জয়ী করা হয় তৃণমূলকে ! গণনায় কারচুপির ভাইরাল অডিয়ো নিয়ে বিতর্ক

সরাসরি বালুরঘাটের বিডিও-র দিকে আঙুল তুলে তিনি আরও লেখেন, "আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হল না তো ? পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা মহামান্য উচ্চ আদালতের নজরে আনব এবং এর বিরূদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব ।"

ABOUT THE AUTHOR

...view details