কলকাতা, 15 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Recruitment Scam) কালীঘাটের কাকুকে তলব করল সিবিআই ৷ সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁর বেহালার বাড়িতে সিবিআইয়ের নোটিশ পৌঁছায় ৷ আজ, বুধবারই সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra) নামে ওই ব্যক্তিকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে গিয়ে হাজিরা দেওয়ার কথা লেখা ছিল ওই নোটিশে ৷
সেই মতো এদিন সকালেই সুজয়কৃষ্ণ হাজির হন সিবিআইয়ের দফতরে (Kalighater Kaku Appeared before CBI) ৷ তাঁর সঙ্গে দু’জন আইনজীবীও রয়েছেন ৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে নিজাম প্যালেসের 15 তলায় তাদের অফিসে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা ‘কালীঘাটের কাকু’কে জেরা শুরু করেছে ৷
প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় মাস দু’য়েক আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) গ্রেফতার করে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ৷ গ্রেফতারির পর আদালতে যাওয়া-আসার সময় একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন কুন্তল ৷ সেই তালিকায় ছিল এই কালীঘাটের কাকুর নামও ৷ অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকার একটা অংশ কালীঘাটের কাকুর ব্যাংক অ্যাকাউন্টেও গিয়েছে ৷ তিনি আসলে মাধ্যম ছিলেন ৷ তাঁর মাধ্যমে টাকা রাজ্যের একাধিক প্রভাবশালীর কাছে পৌঁছে যেত ৷