কলকাতা, 12 জানুয়ারি: " আমি দমকল মন্ত্রী। ইডি আমার ফোনটা নিয়ে গিয়েছে ! আমার অসুবিধা হচ্ছে ৷" ইডির তল্লাশির পর এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর বাড়িতে শুক্রবার সকাল থেকে সাড়ে তেরো ঘণ্টা ধরে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ যাওয়ার আগে তৃণমূল বিধায়ক তথা দমকল মন্ত্রীর শত অনুরোধ সত্ত্বেও তাঁর ফোনটি নিয়ে গিয়েছেন ইডি'র আধিকারিকরা ৷ ইডি বেরিয়ে যাওয়ার পর মন্ত্রী তাঁর বাড়িতে সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, ইডি আধিকারিকদের সঙ্গে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা সব দিক দিয়ে সহযোগিতা করেছেন ৷ পাশাপাশি এও আক্ষেপ করেন আজ এই ইডি তল্লাশির জন্য তাঁকে স্বামীজির জন্মবার্ষিকীর একাধিক অনুষ্ঠান বাতিল করতে হল ৷ অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কড়া আক্রমণ করেন মন্ত্রী ৷
এদিন সুজিত বসু দাবি করেন, "আমায় যদি কেউ এক পয়সা দিয়ে থাকে, তাহলে আমি মুখ্য়মন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাব ৷" তিনি জোর দিয়ে বলেন, "আমি 45 বছর ধরে রাজনীতি করছি ৷ 6 বার বিধায়ক হয়েছি। 4 বার কাউন্সিলর হয়েছি ৷ একবার লোকসভা নির্বাচন লড়েছি ৷ কারও কাছ থেকে একটা পয়সা নিইনি ৷ আপনারা প্রমাণ করুন ৷"
বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক তাপস রায়, মন্ত্রী সুজিত বসু এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি হানা দেয় ৷ এই ঘটনায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে শীতের জামাকাপড় গুছিয়ে রাখার পরামর্শ দেন ৷