কলকাতা, 22 অগস্ট: ফের হাসপাতালে ভরতি হয়েছেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে ভরতি হন তিনি। 11 নম্বর কেবিনে ভরতি করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই ইসিজি করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। মঙ্গলবার সকালেই বেসরকারি হাসপাতাল থেকে বাইপাস সার্জারি করে ছুটি পেয়েছিলেন ৷ তখন ফের তাঁকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছু ঘণ্টা পরেই ফের বুকে ব্যথা শুরু হয় তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
অন্যদিকে, মঙ্গলবার সকালেই সুজয়কৃষ্ণ ভদ্রের একটি সংস্থায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র গোয়েন্দারা। মূলত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে তৃণমূলের একজন শীর্ষ বিধায়কের যোগাযোগের কথা জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের দাবি তিনি একাধিক কোম্পানির দেখাশোনা করতেন। এর আগেও কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি-র তদন্তকারী আধিকারিকরা। এদিন যখন তাঁকে অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুরুচিকর মন্তব্য করেন ৷ অক্সিজেন মাস্ক খুলে কুরুচিকর মন্তব্য শোনা যায় 'কালীঘাটের কাকু'র মুখে।