কলকাতা, 8 ডিসেম্বর: রাত থেকেই বুকে ব্যথা ৷ তড়িঘড়ি সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগ থেকে স্থানান্তরিত করা হল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নিয়ে আসা হয় একটি অ্যাম্বুলেন্সও।
শুক্রবারই কথা ছিল ইডি আধিকারিকরা জোকার ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাবেন সুজয় কৃষ্ণ ভদ্রকে ৷ পরবর্তীকালে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার বিষয়টিও দেখা হচ্ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকাই বুকে চরম ব্যথা অনুভব করতে থাকেন কালীঘাটের কাকু ৷ ফলে তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এর ক্রিটিকাল কেয়ার ইউনিটে ৷ অসুস্থ কালীঘাটের কাকুকে এখনই ইডি আধিকারিকা অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন কি না, উঠেছে প্রশ্ন। আচমকাই কালীঘাটের কাকুর বুকে ব্যথা অনুভবের ঘটনাকে অন্যভাবে দেখছেন ইডির তদন্তকারীরা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই জোকার ইএসআই হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড প্রস্তুত রয়েছে কালীঘাটের কাকুর জন্য। এসএসকেএম হাসপাতালে গিয়ে কালীঘাটের কাকুর চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন তদন্তকারীরা। আদৌ তাঁকে আজকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে কি না, সেই নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
দীর্ঘদিন ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু। এর আগে কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়ির থাকার অভিযোগে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। সুজয় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ ফলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি একেবারে স্লথ হয়ে গিয়েছে। আজ জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়ে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎই সুজয়কৃষ্ণ ভদ্রের বুকে ব্যথার দরুণ ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে ৷ অন্যদিকে, এসএসকেএম হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা ৷