পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বিজেপি তৃণমূলের বি টিম", তৃণমূলে যোগ দিয়ে বললেন সুজাতা - বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ

"প্রাণভরে শ্বাস নিতে পারছি।" তৃণমূল ভবনে বললেন সুজাতা খাঁ ৷

sujata
sujata

By

Published : Dec 21, 2020, 1:24 PM IST

Updated : Dec 21, 2020, 2:45 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : তৃণমূলে যোগ দিলেন সুজাতা খাঁ ৷ তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী ৷ কটাক্ষ করলেন, "বিজেপি তৃণমূলের বি টিম।" ।

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে সুজাতা বলেন, "বিজেপিতে যোগ্য ব্যক্তিদের সম্মান, যোগ্যতা, মর্যাদা নেই । তাই ওই দলে থেকে লাভ নেই ৷ সেই জন্যই তৃণমূলে যোগদান করলাম ৷" তিনি আরও বলেন, "আজ প্রাণভরে শ্বাস নিতে পারছি ৷ ভারতীয় জনতা পার্টিকে একটি লোকসভা আসন উপহার দিয়েছি ৷ বিজেপির জন্য আপ্রাণ লড়াই চালিয়েছি ৷ বিজেপির হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি ৷ কিন্তু দিনের শেষে প্রতিটি মানুষ চায় যোগ্য সম্মান, মর্যাদা ৷ কিন্তু যদি সেই সম্মান, মর্যাদার হানি হয় তাহলে পদক্ষেপ নিতেই হয় ৷"

আরও পড়ুন : জ়েড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে বিধানসভা রওনা শুভেন্দুর, বিকেলে যাবেন রাজভবন

আজ সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় সুজাতার গলায় ৷ তিনি বলেন, "আমি জানি না সুজাতা থেকে নেত্রী হতে পেরেছি কি না ৷ কিন্তু পশ্চিমবাংলার, বিষ্ণুপুরের মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন ৷ তার জন্যই আজ আমি এই সুজাতা হতে পেরেছি ৷ আমার বিশ্বাস আগামীদিনে আমার প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা দিদি আমায় নেত্রী তৈরি করবেন ৷"

আরও পড়ুন : বাংলায় বিজেপি দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারবে না, দাবি প্রশান্ত কিশোরের

শুভেন্দুর বিজেপি যোগের জেরেই কি তৃণমূলে যোগ দিলেন সুজাতা ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুজাতা শুভেন্দুর নাম না করে বলেন, "যে দল থেকে সুযোগ-সুবিধা ভোগ করে এলাম, সেই দলকে অন্য অনেক সুযোগসন্ধানী নেতাদের মতো দিনের পর দিন, মাসের পর মাস ঝুলিয়ে রাখলাম । আর দলের দুঃসময়ে অপর দলে ঝাঁপ মারব সেই মানসিকতার লোক আমি না ৷ পচা আলুরা যদি আজ তৃণমূলে থাকাকালীন খারাপ হতে পারে আর যখন তারা ভারতীয় জনতা পার্টিতে যায় তখন ফ্রেশ !" সুজাতা আরও বলেন, দুষ্ট গোরুর থেকে শূন্য গোয়াল ভালো ৷ উনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন ৷ আমাদের মুখ্যমন্ত্রী একজন ৷ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনিই আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ৷ আমি ধান্দাবাজ, লোভী মানুষদের নাম মুখে আনতে চাই না ৷"

Last Updated : Dec 21, 2020, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details