কলকাতা, 23 মার্চ: নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে বাংলার রাজনীতি উত্তাল । বিরোধী আক্রমণের মুখে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । এই অবস্থায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Education Minister Bratya Basu) বাম আমলে হওয়া চিরকুটের মাধ্যমে চাকরির তথ্য প্রকাশ্যে আনার কথা বলেছেন । এই মুহূর্তে যে দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড়, সেই দুর্নীতির বীজ যে বাম আমলে পোঁতা হয়েছিল, তা দেখাতেই বদ্ধপরিকর রাজ্যের শাসক দল । আর এই অবস্থায় একদা বাম পরিষদীয় দলনেতার দায়িত্ব সামলানো সুজন চক্রবর্তী স্ত্রীর নাম উঠে এল এই চিরকুটের মাধ্যমে চাকরি অভিযোগে (Job of Sujan Chakraborty Wife) ।
প্রসঙ্গত, বুধবার এই অভিযোগ আনেন খোদ রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । এরপর বৃহস্পতিবার বাম আমলের দুর্নীতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । বাম আমলে সিপিএম নেতাদের বাড়ি বাড়িতে কীভাবে সরকারি চাকরি হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । একই সঙ্গে প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর মিলি চক্রবর্তীর ডকুমেন্টস প্রকাশ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে, কোন পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন উনি ?
উল্লেখ্য, 1987 সাল থেকে 2021 সাল পর্যন্ত গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরি করেছেন সুজন চক্রবর্তীর স্ত্রী । শেষ পর্যন্ত তাঁর বেসিক বেতন ছিল মাসিক 55 হাজার টাকা । এখন পেনশন পান ৷ এদিন সুজন চক্রবর্তীর স্ত্রীর ডকুমেন্টস প্রকাশ করে কুণাল ঘোষ বলেন, ‘‘আমি সুজনদা বা বউদিকে আক্রমণ করার পক্ষ নই । কিন্তু যেভাবে ব্যক্তি আক্রমণ হয়েছে । যাঁরা কাদা ছুঁড়ছে, তাঁরা কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন ।’’