কলকাতা, 14 জুলাই : মেট্রো রেল দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালের বাড়িতে দেখা করতে গেলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী । গতরাতে মেট্রো রেল দুর্ঘটনায় মৃত্যু হয় সজল কাঞ্জিলালের । তিনি কসবার বোসপুকুরের বাসিন্দা ।
মেট্রো দুর্ঘটনায় মৃত সজলের বাড়িতে গেলেন সুজন - metro
আজ বেলা 1টা নাগাদ সজলের বাড়িতে যান বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী, CPI(M) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারসহ CPI(M) নেতৃবৃন্দ । তাঁরা সজলের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান । পাশাপাশি যে কোনও প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি ।
কসবা এলাকার মধ্যবিত্ত পরিবারে সন্তান সজল । মামাতো বোনের কাছে থাকতেন তিনি। প্রতিদিন নিয়ম করে রবীন্দ্রসদন ও বাংলা অ্যাকাডেমি চত্বরে যেতেন । বাড়িতে বলতেন, ওই পরিবেশটাই তাঁর খুব ভালো লাগে । গতকালও ওই চত্বরেই ছিলেন তিনি । আজ বেলা 1টা নাগাদ সজলের বাড়িতে যান বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী, CPI(M) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারসহ CPI(M) নেতৃবৃন্দ । সজলের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তাঁরা । যে কোনও প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয় । রেল কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক হওয়ার জন্য আবেদন জানান সুজন ।
সুজনবাবু বলেন, "মারাত্মক ঘটনা ঘটেছে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় প্রশাসনের গাফিলতি রয়েছে । রেলের পরিষেবা নেই । মুনাফার দিকে বাড়তি নজর দিতে গিয়েই তরতাজা একটি প্রাণ অকালে ঝরে গেল । লাখ লাখ যাত্রী নিয়মিত যাতাযাত করছে মেট্রোতে । রেলের কোনও দায়িত্ব জ্ঞান নেই । এই ঘটনার দায়িত্বভার সমস্ত মেট্রো রেলকেই গ্রহণ করতে হবে ।" এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তিনি। দরজার যান্ত্রিক ত্রুটি থাকায় এই ঘটনাটি ঘটেছে । পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ ।"