পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 28, 2019, 9:19 PM IST

ETV Bharat / state

মোদি-শাহদের ইস্তফার দাবি সুজনের

আজ কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে দুপুর আড়াইটে নাগাদ ছাত্র সমাবেশের আয়োজন করা হয় । নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে এই ছাত্র সমাবেশ হয় । উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । NRC, NPR, CAA -র বিরুদ্ধে বলতে গিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ।

sujan
sujan

কলকাতা , 28ডিসেম্বর : অমিত শাহ, নরেন্দ্র মোদি সহ অন্যান্য BJP সাংসদদেরও ইস্তফার দাবি জানালেন সুজন চক্রবর্তী । কলেজ স্ট্রিটে নাগরিকত্ব আইন বিরোধী একটি ছাত্র সমাবেশ থেকে তিনি বলেন ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তবে সেই ভোটে জেতা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরও অস্তিত্ব নেই । তাঁরা ইস্তফা দিক ।

আজ কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে দুপুর আড়াইটে নাগাদ ছাত্র সমাবেশের আয়োজন করা হয় । নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে এই ছাত্র সমাবেশ হয় । উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । NRC, NPR, CAA -র বিরুদ্ধে বলতে গিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ।

এই বছরে 8 জানুয়ারি থেকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বামপন্থী সংগঠন ও ছাত্র সংগঠনগুলো । মাসে ন্যূনতম 21 হাজার টাকা বেতনের দাবি ও NRC, NPR, CAA বাতিল করার দাবিতেই এই ধর্মঘট । কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে আবেদন জানাচ্ছে তারা । এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "এত ছ্যাবলামো করার কী কারণ বোঝা যাচ্ছে না । মুখ্যমন্ত্রী জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন । নানা বিকৃত স্লোগান দিচ্ছেন । সব বিষয়কে লঘু করে দেওয়াই ওঁর কাজ ।" গত তিন বছরে একটা কলেজেও নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন তিনি । তিনি বলেন , জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে এদেশে RSS, BJP , তৃণমূল কংগ্রেসের কোনও জায়গা নেই ।

ABOUT THE AUTHOR

...view details