কলকাতা, 2 মার্চ : গতকাল শহিদ মিনারে NRC-র সমর্থনে সভা করেন অমিত শাহ । সভায় তিনি জানান, বাংলায় NRC হবেই । এরপরই তাঁকে কটাক্ষ করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "বাংলায় NRC করতে আসলে বাংলা বুঝে নেবে ৷"
গতকাল সন্ধ্যায় সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে NRC, CAA- র প্রতিবাদে মহামায়াতলা থেকে গড়িয়া মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে CPI(M) ৷ দিল্লির অশান্তির পরে শহরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের প্রতিবাদেই যে এই মিছিল তা বলা বাহুল্য় ৷ মিছিলের পর গড়িয়া মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন CPI(M) কর্মী- সমর্থকরা ৷