কলকাতা, 21 এপ্রিল : করোনা আক্রান্ত যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী । গতকাল তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।
গত কয়েকদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না সুজনবাবুর । বুকে কফ জমে ছিল তাঁর । এই অবস্থায় মঙ্গলবার ডাক্তারের কাছে গেলে চিকিৎসক তাঁকে চেস্ট এক্সরে ও সিটি স্ক্যান করার পরামর্শ দেন । আর এই দুই ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর ডাক্তারদের পরামর্শে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন । রাতে তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল । করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে । একটু সর্দির সমস্যা রয়েছে তাঁর ।