পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে - Sujan chakraborty is Corona infected

গত কয়েকদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না সুজন চক্রবর্তীর । ডাক্তারদের পরামর্শে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন । রাতে তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।

Sujon chakraborty is Corona infected
করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী

By

Published : Apr 21, 2021, 9:11 AM IST

কলকাতা, 21 এপ্রিল : করোনা আক্রান্ত যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী । গতকাল তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।

গত কয়েকদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না সুজনবাবুর । বুকে কফ জমে ছিল তাঁর । এই অবস্থায় মঙ্গলবার ডাক্তারের কাছে গেলে চিকিৎসক তাঁকে চেস্ট এক্সরে ও সিটি স্ক্যান করার পরামর্শ দেন । আর এই দুই ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর ডাক্তারদের পরামর্শে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন । রাতে তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল । করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে । একটু সর্দির সমস্যা রয়েছে তাঁর ।

আরও পড়ুন : করোনা আক্রান্ত 25 জনের বেশি রেলকর্মী, শিয়ালদা শাখায় বাতিল 56 লোকাল ট্রেন

সুজনবাবু যে বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন অর্থাৎ যাদবপুর বিধানসভা কেন্দ্রের ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে রাজ্যে এখনও তিন দফার ভোটগ্রহণ বাকি ৷ রাজ্যে করোনা বৃদ্ধির জন্য বড় সভা মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা ৷ তবে বাড়ি বাড়ি প্রচার চালাবে ৷

ABOUT THE AUTHOR

...view details