কলকাতা, 20 অগস্ট: গরুপাচার মামলায় শনিবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে ৷ আদালত চত্বরেই এদিন অনুব্রতকে দেখে 'জয় বাংলা' স্লোগান তোলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ বিষয়টি নিয়ে এদিন রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty)। তিনি বলেন, "আদালত চত্বরে জয় বাংলা স্লোগানকারী সমস্ত তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করা উচিত । কারণ, ওই স্লোগান দেওয়া সকলেই লুটেরা ৷"
এদিন সুজন আরও বলেন, "নির্লজ্জ ৷ সবাই জানে এরা গরু চোর । পাচারকারী । সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রথম থেকেই একথা বলছেন । সে পার্থকে জুতো মারা বলুন বা আদালতে চোর চোর বলে চিৎকার করে ওঠা । এখানেই স্পষ্ট সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মনোভাব । কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এর প্রভাব তার উপরে পড়তে চলেছে ৷ তাই, তিনি রুখে দাঁড়ানোর কথা বলেছেন । মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পেয়ে অনুব্রত'র পাশে দাঁড়াতে আসানসোল আদালতের ওই মিছিলে যারা গিয়েছিলেন তারা প্রত্যেকেই লুট করেছে । তাই ওদের সকলকে তুলে নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের রাইস মিলের ভিতরে যে গাড়িগুলি আছে তার পাশে বেঁধে রাখা উচিত । কারণ, তোমরা অনুব্রতর অনুগত হতে চেয়েছো বাবা, এখানেই থাকো । আসানসোল আদালতে গিয়ে যারা আজ বিক্ষোভ দেখালেন তারা কিন্তু আদতে অনুব্রত মণ্ডলকে আরও বিপাকে ফেললেন । কারণ, সিবিআই তো আগামিদিনে বলবেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৃণমূলের অন্য লুঠেরারা যাদের আমরা ধরার চেষ্টা করছি, এখনও ধরতে পারেনি, তারাই আদালতে এসে বলছে অনুব্রত যুগ যুগ জিও । "