কলকাতা, 30 জুলাই : ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদিকে বলো' কর্মসূচিকে নিয়ে কটাক্ষ ৷ এবার কটাক্ষের সুর CPI(M) নেতা সুজন চক্রবর্তীর গলায় ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীত্ব হারানোর ভয়ে দিদিকে বলো কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী ।"এমনকী, তৃণমূল নেত্রীর এই কর্মসূচির পালটা কোনও কর্মসূচি করবে CPI(M) ৷ আজ একথা সাফ জানিয়ে দেন সুজন ৷
তাঁর কথায়, "লাগাতার মানুষের জন্য প্রচার করে আসছে CPI(M) ৷ যেটা সত্যি সেটাই আমরা বলি ৷ কোনও কিছুর পালটা আমরা করি না । নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে তৎপর মুখ্যমন্ত্রী । তাই বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান, মুখ্যমন্ত্রী কাউকে কিছু না বলে দিদিকে বলতে বলা হচ্ছে । এখানে একটাই পোস্ট । বাকি সব ল্যাম্পপোস্ট ।"
কিন্তু, দিদিকে আপনারা বলবেন কি করে? কারণ, সাধারণ মানুষের কথা দিদি শুনবেন না বলে মনে করছেন সুজন ৷ এই নিয়ে তিনি বলেন, "আজ অনেকেই নিজেদের সমস্যা জানাতে ওই নাম্বারে ফোন করেছিলেন । কিন্তু, কেউ ফোন ধরেননি । ওই নাম্বারে ফোন ঢুকছে না । পুনে, ব্যাঙ্গালুরু কিংবা লসএঞ্জেলসে বসে এই ফোন ধরছেন অন্য কেউ । এই নাম্বারে ফোন করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অন্য কেউ উত্তর দিচ্ছেন ৷"
এই সংক্রান্ত আরও খবর : খাতায় কলমে 'দিদিকে বলো'! কাজে কই ?
মানুষ এই নম্বরে ফোন করলে কী উত্তর দেবেন মুখ্যমন্ত্রী ? প্রশ্ন সুজনের ৷ তাঁর প্রশ্ন, "শ্রমজীবী মানুষ কার্যত অসহায় । আলুচাষি, যে কোনও কৃষক বিপদে । খেতমজুর বিপদে । তাদের কথা শুনতে পারবেন কি মুখ্যমন্ত্রী? রাজ্যে কলকারখানা বন্ধ তার কী উত্তর দেবেন মুখ্যমন্ত্রী? ছেলে-মেয়েরা পড়াশোনা শেষ করার পর কর্মসংস্থান কীভাবে পাবে? রাজ্যে শান্তি-সম্প্রীতি বিঘ্নিত ৷ আইন অনুশাসন নেই । দিদিকে কী বলা যাবে এসব কথা? মুখ্যমন্ত্রী কি এতদিন মানুষের অভাব অভিযোগের কথা শোনেননি ? না কি সামনে নির্বাচন রয়েছে বলে জনসংযোগ করতে চাইছেন তিনি ৷"
ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য তিনি আরও বলেন, "বিধানসভায় মানুষের সমস্যার কথা বারবার বলেন বিরোধীরা । পৌরসভা পঞ্চায়েতের মানুষ বহুবার তাদের অভাব-অভিযোগের কথা তুলেছেন । মানুষের থেকে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে এসমস্তই করতে হয় ।" BJP ও তৃণমূল প্রতিযোগিতা করে জনসংযোগ বাড়াতে চাইছে বলে অভিযোগ করেন সুজন । মমতার সঙ্গে প্রশান্ত কিশোরকে নিয়ে কটাক্ষ করে সুজন বলেন, "প্রচুর পয়সা নিয়ে যারা মোদিজির হয়ে কথা বলেছিল । তারাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে । মুখ্যমন্ত্রী নিজেও জানেন আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর কী অবস্থা হতে পারে । তা আন্দাজ করে এখন প্রশান্ত কিশোরের কথায় এসব করছেন ।"