পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan Slams Bratya : শিক্ষকদের অপমানে শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ সুজনের - সিপিএম নেতা সুজন চক্রবর্তী

শিক্ষকদের অপমানে ব্রাত্য বসুকে কড়া আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Slams Bratya Basu)। বিধানসভায় বসে থেকেও কেন শিক্ষকদের সঙ্গে দেখা করলেন না ব্রাত্য বসু, সেই প্রশ্ন তুললেন।

Sujan Chakraborty
শিক্ষকদের অপমানে শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ সুজনের

By

Published : Jun 23, 2022, 10:43 PM IST

কলকাতা, 23 জুন :সুজনের প্রশ্ন ব্রাত্য কি 'লাটের বাট' হয়েছেন ? বসে থেকেও শিক্ষকদের সঙ্গে দেখা করতে পারলেন না। পাঠিয়ে দিলেন জয়েন্ট সেক্রেটারির কাছে ! কারণ, তিনি তো অপরাধীদের সঙ্গে দেখা করবেন। শিক্ষকদের সঙ্গে দেখা করবেন না। এর জবাব দিতেই হবে ব্রাত্যকে। বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি রোডে শিক্ষক সংগঠনের সমাবেশে এইভাবেই শিক্ষামন্ত্রীকে আক্রমণ করলেন সুজন চক্রবর্তী(Sujan Chakraborty Slams Bratya Basu)।

স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরানো, অবিলম্বে স্কুল খোলা, শিক্ষায় বেসরকারীকরণ বন্ধ, স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য বন্ধ-সহ 15 দফা দাবিতে রাজপথে নামলে শিক্ষক সমাজ। এদিন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি এভিনিউ পর্যন্ত মহা মিছিল করে চারটি শিক্ষক সংগঠন। তারপরই রাসমণি এভিনিউতে সন্ধে পর্যন্ত সমাবেশ করেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষা সংঘের কর্মী-সমর্থকরা। এদিনের সমাবেশ থেকে রাজ্যে শিক্ষক নিয়োগে দূর্নীতি-সহ একাধিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বাংলার মানুষ তৃণমূলকে সরকারকে জবাব দেবে বলেও তাঁর আশা। বাম শিক্ষক সংগঠনগুলির অভিযোগ, পরিকল্পিতভাবে শিক্ষায় বেসরকারীকরণ করা হচ্ছে। সরকারি স্কুলগুলির অবস্থা খুবই খারাপ। বহু জায়গায় শিক্ষকের অভাবে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। বেসরকারি স্কুল খোলা থাকলেও নানা অজুহাতে সরকারি স্কুল বন্ধ রাখা হচ্ছে। তাই দ্রুত স্কুল খোলার দাবি রাখা হচ্ছে।

ব্রাত্য বসুকে কড়া আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী

আরও পড়ুন :অসমের বন্যার দিকে নজর দিতে হিমন্তকে পরামর্শ অভিষেকের

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোহন দাস পণ্ডিতের বক্তব্য, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুলছুট বাড়ছে। মিড ডে মিলে পড়ুয়াদের বরাদ্দ বাড়াতে হবে। স্কুলছুটদের স্কুলে ফেরানোর দায়িত্ব নিতে হবে সরকারকেই। নতুবা, আগামীতে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি শিক্ষক সমাজের একাংশের।

ABOUT THE AUTHOR

...view details