কলকাতা, 17 জুলাই:উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা হতেই কটাক্ষ বামেদের । 'বিষয়টা কোনও নতুন ঘটনা নয়', দাবি সিপিআইএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty slams BJP) । পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমন্ত বিশ্ব শর্মা ও ধনকড়ের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দলকেও কড়া আক্রমণ করেছেন সুজন ।
তিনি বলেন, "ক'দিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড় মাঝখানে বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে গোপনে কী শলা-পরামর্শ করেছেন তা সকলেই জানেন । এরমধ্যে নতুনত্ব কিছু নেই । তবে, উপ-রাষ্ট্রপতি কেন ? যিনি রাজ্যপাল হিসেবে এরাজ্যে বিজেপির হয়ে এত ফিল্ডিং করলেন, তাঁর জন্য আরেকটু বেশি গুরুত্বপূর্ণ পদ দেওয়া যেত না ? আমি জানি না ধনকড় সাহেব এতে অখুশি হলেন কি না, অপমানিত হলেন কি না আমি জানি না ।"