পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan Chakraborty : টিকাকরণ দুয়ারে আর ভাণ্ডার অনলাইনে না করায় মানুষ হেনস্থার শিকার, মন্তব্য সুজনের - sujan chakraborty

টিকাকরণ থেকে লক্ষ্মীর ভাণ্ডার ৷ ইডি-সিবিআই থেকে বিশ্বভারতী প্রসঙ্গ ৷ রাজ্য সরকার ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ৷

সুজন চক্রবর্তী
সুজন চক্রবর্তী

By

Published : Sep 1, 2021, 8:22 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : টিকাকরণ এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী । মঙ্গলবার এ বিষয়ে তিনি বলেন, "টিকাকরণ কর্মসূচি রূপায়নে জনসাধারণের চেয়ে দলের স্বার্থ রক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে তৃণমূল সরকার । এর আগে 1985 সালে বামফ্রন্ট আমলে রাজ্যে টিকাকরণ হয়েছে । পালস পোলিওর মত বড় কর্মসূচি সাফল্যের সঙ্গে বাস্তবায়ন হয়েছে । স্বাস্থ্য দফতরকে কাজে লাগিয়ে সাফল্য এসেছিল ৷"

তাঁর কথায়, "একে তো কেন্দ্রীয় সরকার টিকার যোগান কম দিচ্ছে । তার উপর তা দেওয়া নিয়ে দুর্নীতি চলছে । টিকা দিতে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে যেতেন আগে । এখন টিকাকরণ নিয়ে শিবির করা হচ্ছে । সেখানে টিকা নিতে মানুষ ভিড় জমাচ্ছেন ৷ হেনস্থা হচ্ছেন । টিকা না পাওয়ার অভিযোগ নিয়ে সরব হচ্ছেন । টিকার কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠছে । অন্যদিকে করোনা আবহে এই বিপুল জমায়েতে আদতে ভাইরাস সুপার স্প্রেডারের ভূমিকা নিচ্ছে । যার পৃষ্ঠপোষকতায় রয়েছে রাজ্য সরকার । "

আরও পড়ুন :Sujan Chakraborty : লোকাল ট্রেন-স্কুল বন্ধ, উপনির্বাচনের পরিবেশ কোথায় ? প্রশ্ন সুজনের

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে রাজ্য সরকারের তুলোধনা করেছেন সুজন চক্রবর্তী ৷ বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে গিয়ে মানুষ হুড়োহুড়ি করে পদপৃষ্ঠ হচ্ছে । অথচ এই প্রকল্পটি অনলাইনে করা গেল না । টিকাকরণ হওয়া উচিত ছিল দুয়ারে আর ভাণ্ডার প্রকল্প হওয়া উচিত ছিল অনলাইনে । অথচ দুটোই এমনভাবে করা হচ্ছে, যেখানে মানুষ সুবিধা পাওয়ার বদলে হেনস্থা হচ্ছেন । যার দায় অপদার্থ তৃণমূল সরকারের ।"

ইডি এবং সিবিআইয়ের খেলা খেলা ভাব বন্ধ করার দাবি তুলে সুজনবাবু এদিন বলেন, " কী হল সোনা পাচারের । কেন্দ্রীয় সরকার কী করছে । সবাই সবকিছু জানে । তবে এই খেলা খেলা ভাব আর ভাল লাগছে না ।"

বিশ্বভারতী-সহ একাধিক প্রসঙ্গে যা বললেন সুজন চক্রবর্তী

বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে উপাচার্যের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, " উপাচার্য ছাত্র ও শিক্ষকদের উপর অগণতান্ত্রিক উপায়ে অত্যাচার চালাচ্ছেন । রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারা রক্ষার কোনও দায় ওনার নেই । অসভ্য অপদার্থ একটা লোক । আরএসএসের ঘরে তার কদর থাকতে পারে, কিন্তু রবীন্দ্র ভাবনার সঙ্গে কোনও মিল নেই । অন্য কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্য কি না জানি না ৷ তবে বিশ্বভারতীর উপাচার্য হওয়ার যোগ্যতা নেই । এতবড় দুঃসাহস তিনজন ছাত্রকে নির্বাসিত করার চেষ্টা করছে । শিক্ষকদের অপমান করছে । তাই এই আন্দোলন চলবে । আন্দোলন হবে রবীন্দ্র ভাবনা এবং গণতন্ত্র রক্ষার স্বার্থেই ।"

আরও পড়ুন :Sujan Chakraborty: করোনাকে ফের সুপার স্প্রেডার হওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার: সুজন চক্রবর্তী

ABOUT THE AUTHOR

...view details