পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan Chakraborty: 'রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রীরই পদাঙ্ক অনুসরণ করছেন !' অখিল উবাচে মন্তব্য সুজনের

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri) ৷ তাঁর মন্তব্যের সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

Sujan Chakraborty reaction on Akhil Giri statement regarding President Droupadi Murmu
Sujan Chakraborty: 'রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রীরই পদাঙ্ক অনুসরণ করছেন !' অখিল উবাচে মন্তব্য সুজনের

By

Published : Nov 12, 2022, 8:25 PM IST

কলকাতা, 12 নভেম্বর:"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) পদাঙ্ক অনুসরণ করছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri) !" শনিবার এই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ তিনি বলেন, "রাজ্যের মন্ত্রী উদ্ভট মন্তব্য করেছেন ৷ অনৈতিক মন্তব্য করেছেন ৷ রাষ্ট্রপতির রং, রূপ, চেহারা, বর্ণ নিয়ে মন্তব্য করেছেন ৷ এগুলো কি কখনও কোনও আলোচনার বিষয় হতে পারে ! এই মন্তব্য অশালীন। এটা চূড়ান্ত অন্যায়, বেঠিক এবং অমানবিক কাজ ৷ একজন মন্ত্রী হয়ে এরকম আলোচনা করছেন ! রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে ? না ! কোনও ব্যবস্থা নেবেও না ৷ কোনও ব্যবস্থা নিতে পারবেও না ৷ কারণ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই আলোচনা করছেন মন্ত্রী ৷ মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেছেন তিনি ৷"

প্রসঙ্গত, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় অখিল গিরিকে দেখা গিয়েছে ৷ ওই ভিডিয়োটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বলে দাবি করা হচ্ছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ সেই ভিডিয়োয় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন অখিল গিরি ৷ যার প্রতিবাদে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ এমনকী, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করা হয়েছে ৷ অখিল গিরির পদত্যাগের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি মহিলা মোর্চা ৷

সমালোচনায় সরব সুজন চক্রবর্তী ৷

আরও পড়ুন:অখিলের মন্তব্যের প্রতিবাদে রাস্তায় মহিলা মোর্চা

এই প্রেক্ষাপটে সুজন মনে করেন, এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীই দায়ী ৷ তাঁকে খুশি করতেই তাঁর সরকারের মন্ত্রী এই কাণ্ড করেছেন বলে মত বাম নেতার ৷ এই প্রসঙ্গে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প নিয়েও সমালোচনা করেন সুজন ৷ তিনি বলেন, "রূপশ্রী নামে কোনও প্রকল্প সভ্য সমাজে হওয়ার কথা নয় ৷ অথচ আমাদের রাজ্যে তা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রচার করছেন ৷ তাই তো রাজ্যের মন্ত্রীও রাষ্ট্রপতির রং, রূপ নিয়ে অশালীন মন্তব্য করছেন ৷ তিনি মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করছেন ৷ এঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ৷ কিন্তু সেই যোগ্যতা মুখ্যমন্ত্রী অথবা তাঁর সরকারের আছে বলে আমার মনে হয় না ৷"

ABOUT THE AUTHOR

...view details