কলকাতা, 12 নভেম্বর:"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) পদাঙ্ক অনুসরণ করছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri) !" শনিবার এই মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ তিনি বলেন, "রাজ্যের মন্ত্রী উদ্ভট মন্তব্য করেছেন ৷ অনৈতিক মন্তব্য করেছেন ৷ রাষ্ট্রপতির রং, রূপ, চেহারা, বর্ণ নিয়ে মন্তব্য করেছেন ৷ এগুলো কি কখনও কোনও আলোচনার বিষয় হতে পারে ! এই মন্তব্য অশালীন। এটা চূড়ান্ত অন্যায়, বেঠিক এবং অমানবিক কাজ ৷ একজন মন্ত্রী হয়ে এরকম আলোচনা করছেন ! রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে ? না ! কোনও ব্যবস্থা নেবেও না ৷ কোনও ব্যবস্থা নিতে পারবেও না ৷ কারণ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই আলোচনা করছেন মন্ত্রী ৷ মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেছেন তিনি ৷"
প্রসঙ্গত, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় অখিল গিরিকে দেখা গিয়েছে ৷ ওই ভিডিয়োটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বলে দাবি করা হচ্ছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ৷ সেই ভিডিয়োয় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন অখিল গিরি ৷ যার প্রতিবাদে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷ এমনকী, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করা হয়েছে ৷ অখিল গিরির পদত্যাগের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি মহিলা মোর্চা ৷