কলকাতা, 30 মার্চ: একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, রাম-বাম এক হয়ে গিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম ও বিজেপি । কিন্তু, বৃহস্পতিবার শহিদ মিনারে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে হয়ত সেই অভিযোগ কিছুটা হলেও হালে পানি পেল । কারণ ডিএ আন্দোলনকারীদের সমর্থনে মঞ্চে যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, ঠিক তখনই শিক্ষকদের বড় মিছিল নিয়ে শহিদ মিনারের মাঠে ঢুকলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ।
তখন বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, "বিকাশদারাও আপনাদের সমর্থনে আন্দোলন করছেন ।" তবে, শুভেন্দু অধিকারী যতক্ষণ মঞ্চে ছিলেন ততক্ষণ মঞ্চে ওঠেননি সুজন চক্রবর্তী । বরং মিছিল মাঠের শেষের দিকে চলে যান তিনি । শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়ার পর সুজন চক্রবর্তী মঞ্চের দিকে এগিয়ে যান ।
এ দিকে, বকেয়া ডিএ মেটানো, জাতীয় শিক্ষানীতি 2022 অবিলম্বে বাতিল, স্বচ্ছতার সঙ্গে সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতে মিছিল ছিল শিক্ষকদের । নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের পর সমাবেশ অনুষ্ঠিত হয় । যেখানে প্রধান বক্তা ছিলেন সুজন চক্রবর্তী । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ।