কলকাতা, 5 ফেব্রুয়ারি: বীরভূম, মালদার পর বাসন্তী, প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে । কোথাও গুলি চলছে । মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের । যেন পঞ্চায়েত নির্বাচনের আগে 'বোমা-বন্দুকের মহড়া' চলছে, এমনটাই অভিযোগ বিরোধীদের । বীরভূমের মাড়গ্রামের ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে । ঘটনায় বদলি করা হয়েছে পুলিশ সুপারকে । তারপরও কী পরিস্থিতির বদল ঘটবে, প্রশ্ন তুলছেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।
রবিবার বোমা-বন্দুক-মৃত্যুর ঘটনায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) দায়ী করেছেন । ঘটনায় পুলিশ সুপার নয়, পুলিশমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) পদত্যাগের দাবি করলেন সুজন । এদিন তিনি বলেন, "বীরভূমের বিস্ফোরণে কালই একজন মারা গিয়েছিলেন । আজ পিজিতে একজন ভর্তি ছিলেন, তিনিও মারা গিয়েছেন । তিনদিন যেতে না-যেতেই বগুটুইয়ের পাশের পাড়ায় 2 জন খুন । কী চলছে? এর দায় মুখ্যমন্ত্রী নেবেন না কেন? উনিই তো দু'দিন আগে বলে এসেছেন বীরভূম আমি দেখব । বীরভূমের দায়িত্বে তিনিই ।" মাড়গ্রামের ঘটনায় বদলি করা হয়েছে জেলা পুলিশ সুপারকে । তাতে সুজনের প্রতিক্রিয়া, "বীরভূমের পুলিশ সুপারকে বদল করা হল । বেশ হয়েছে । কথায় কথায় বদল করুন । পুলিশের বদল হল, তবে পুলিশমন্ত্রীকে বদল করা দরকার ছিল । সারা পশ্চিমবাংলায় গুলি বোমার রাজত্ব চলছে ।"