কলকাতা, 12 জানুয়ারি : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে রাজ্য সরকারের সমালোচনা করলেন প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী ৷ বিশেষত গঙ্গাসাগর মেলা সুপার স্প্রেডার হতে চলেছে, আশঙ্কা প্রকাশ করলেন তিনি (Sujan Chakraborty criticises Mamata Banerjee over Gangasagar Mela 2022) ৷
বর্তমান করোনা মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, "যে সতর্কতা নেওয়া দরকার, তা আমরা নিচ্ছি না ৷ সর্বনাশ করছি ৷ গঙ্গাসাগর মেলা বিপজ্জনক ৷ এতে সংক্রমণ বাড়বে ৷ বিশেষজ্ঞদের মত এটা সুপার স্প্রেডার ৷ তাও রাজ্য সরকার গঙ্গাসাগর মেলা করবেই ৷" এ নিয়ে তিনি জানান, ওডিশাতে মকর সংক্রান্তির স্নান বন্ধ, পোঙ্গল উৎসব বন্ধ ৷ বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হরিদ্বারে মকর সংক্রান্তি স্নানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে সেই ভিড় চলবে ৷ ওডিশা, এমনকি বিজেপি শাসিত উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না ৷
এর পিছনে মুখ্যমন্ত্রীর ইমেজ বিল্ডিংয়ের সমীকরণ রয়েছে জানিয়ে সুজন চক্রবর্তী বলেন, "গোটা দক্ষিণ 24 পরগনায় দোকানপাট সব বন্ধ, কারণ সংক্রমণ ছড়াবে ৷ কিন্তু গঙ্গাসাগরটা চলবে ৷ কারণ মুখ্যমন্ত্রী এটা চান ৷" মুখ্যমন্ত্রী তাঁর নিজের স্বার্থে এটা করতে চাইছেন, কটাক্ষ করেন বাম কেন্দ্রীয় সমিতির সদস্য ৷
ইতিমধ্যে শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দু'মাস সমস্ত রকম মেলা, জমায়েত, নির্বাচন আয়োজনের বিপক্ষে ব্যক্তিগত মত প্রকাশ করেছেন । এতে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস । কারণ তৃণমূল সুপ্রিমো গঙ্গাসাগর মেলার পক্ষে হলেও তাঁরই দলের সেকেন্ড ইন কম্যান্ড বিরোধী সুরে কথা বলছেন । যদিও সৌগত রায়ের মতো প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদেরও অভিষেক বন্দোপাধ্যায়ের মতকে দলের মত বলে স্বীকার করতে চারদিন সময় লাগল । এ নিয়ে সরব হয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।
আরও পড়ুন : Gangasagar Mela 2022: গঙ্গাসাগরের পবিত্র জল নিয়ে "পুণ্য তরী" পাড়ি দিল ২৩ জেলার উদ্দেশ্যে