পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan Chakraborty Criticises Governor: মাঝরাতে বেশি সক্রিয় হয়ে উঠছেন রাজ্যপাল, কটাক্ষ সুজনের

উপাচার্য নিয়োগ বিতর্ক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধি দলের যাওয়া প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ৷

ETV Bharat
সুজন চক্রবর্তী

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:58 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর:রাজ্য-রাজভবন সংঘাতের আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । মঙ্গলবার রাতে নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী ইউনিভার্সিটির উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সে বিষয়ে বুধবার এক প্রতিক্রিয়ায় সিপিএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী বলেন, "রাজ্যপাল ইদানিং মাঝরাতে বেশি সক্রিয় হয়ে যান দেখছি । উপাচার্যদের কি আর কোনও কাজ নেই ? রাজ্য সরকারের অপদার্থতার জন্য রাজ্যপাল এসব করছেন ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধি দল আসা প্রসঙ্গেও এদিন রাজ্যপালকে নিশানা করেছেন সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, "রাজ্যপাল, ইসরোকে বেইজ্জত করছেন । ইসরোর মর্যাদা কমানো হচ্ছে । বোগাস । চাঁদনী মার্কেটে ভাড়া পাওয়া যায়, অথচ যাদবপুরে ক্যামেরা লাগানোর জন্য ইসরোকে ভাড়া করা হচ্ছে, এর কোনও মানে হয় না । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন খুন হয়েছে । আমরা যথাযথ বিচার চাই । সরকার কী করল জানি না । কিন্তু, মুখ্যমন্ত্রী স্বপ্নের মা'কে চাকরি দিয়েছেন স্বাথ্য দফতরে । কিন্তু চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার । কেন? পিওন নাকি? উদরপিন্ডি বুদর ঘাড়ে । বগুলার হাসপাতলের নাম বদল করেছে ।"

9 তারিখ জি20 বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া প্রসঙ্গে এই সিপিএম নেতার বক্তব্য, "উনি যাবেন বলেছেন ভালো । ইদানিং দিল্লি যাওয়ার আগ্রহ বেড়েছে মুখ্যমন্ত্রীর । প্রেসিডেন্ট অফ ভারতের নামে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার মতে উনি না গেলেই পারতেন । সমীচীন নয় বলেই আমি মনে করি । প্রেসিডেন্ট অফ ভারত বেআইনি । সংবিধান বিরোধী । উনি সিএম অফ বেঙ্গল লোগো লাগিয়ে যেতে পারেন । ভালো লাগবে ।"

আরও পড়ুন: 'ভারত' ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

ইন্ডিয়া-আসিয়ান কনফারেন্স প্রসঙ্গে সুজন চক্রবর্তীর মত, এই সম্মেলন হাস্যকর হয়ে যাচ্ছে । আমাদের দেশটাকে গোটা বিশ্বের কাছে হাস্যকর করছেন মোদি ও তাঁর বাহিনী । বেআইনি কাজ করছেন । সংবিধান বিরোধী কাজ। ভয়ে করছেন । আতঙ্কে রয়েছেন । ইন্ডিয়া শুনলেই ভয়ে ভীত হয়ে যাচ্ছেন উনি । নজর ঘোরাতেই এসব করছেন । আম্বেদকর ওয়ান ম্যান ওয়ান ভোটের কথা বলেছিলেন সমতার জন্য । কিন্তু, মোদি বাহিনী এখন সব ধ্বংস করার চেষ্টা করেছে ৷ 'এক দেশ এক নির্বাচন'কে সংবিধানের পরিপন্থী বলে দাবি করেছেন সুজন চক্রবর্তী ৷

ABOUT THE AUTHOR

...view details