কলকাতা, 6 সেপ্টেম্বর:রাজ্য-রাজভবন সংঘাতের আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কড়া সমালোচনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । মঙ্গলবার রাতে নদিয়ার কৃষ্ণনগরের কন্যাশ্রী ইউনিভার্সিটির উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সে বিষয়ে বুধবার এক প্রতিক্রিয়ায় সিপিএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী বলেন, "রাজ্যপাল ইদানিং মাঝরাতে বেশি সক্রিয় হয়ে যান দেখছি । উপাচার্যদের কি আর কোনও কাজ নেই ? রাজ্য সরকারের অপদার্থতার জন্য রাজ্যপাল এসব করছেন ।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইসরোর প্রতিনিধি দল আসা প্রসঙ্গেও এদিন রাজ্যপালকে নিশানা করেছেন সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, "রাজ্যপাল, ইসরোকে বেইজ্জত করছেন । ইসরোর মর্যাদা কমানো হচ্ছে । বোগাস । চাঁদনী মার্কেটে ভাড়া পাওয়া যায়, অথচ যাদবপুরে ক্যামেরা লাগানোর জন্য ইসরোকে ভাড়া করা হচ্ছে, এর কোনও মানে হয় না । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন খুন হয়েছে । আমরা যথাযথ বিচার চাই । সরকার কী করল জানি না । কিন্তু, মুখ্যমন্ত্রী স্বপ্নের মা'কে চাকরি দিয়েছেন স্বাথ্য দফতরে । কিন্তু চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার । কেন? পিওন নাকি? উদরপিন্ডি বুদর ঘাড়ে । বগুলার হাসপাতলের নাম বদল করেছে ।"