পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan Chakraborty:'সেটিং করতে ফের দিল্লি যাচ্ছেন', মমতার সফরকে কটাক্ষ সুজনের - দিল্লি সফরে মমতা

সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই সফরকে 'সেটিং' বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises Mamata Banerjee) ৷

ETV Bharat
Sujan Chakraborty

By

Published : Dec 4, 2022, 4:24 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: জি-20 এর প্রস্তুতি বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Delhi)। কেন্দ্রের ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তবে এই বৈঠকের পাশাপাশি মোদি-মমতার একান্ত বৈঠক নিয়ে জল্পনা চললেও, এখনও পর্যন্ত তার সম্ভাবনা ক্ষীণ ৷ তবে এই বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises Mamata Banerjee) ৷

রবিবার সুজন বলেন,"কেন্দ্রের কোনও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যান না । আধিকারিক এবং ফাইল নিয়ে যান না । উনি (মমতা) একা যান । গোপনে গোপনে বৈঠক করেন । ফুস ফুস করলে ওনার সুবিধা হয় । যাতে পিসি-ভাইপোকে আর কোনও অসুবিধায় পড়তে না হয় । যেন পিসি ভাইপোর বিরুদ্ধে যুদ্ধ-যুদ্ধ ভাব দেখিয়ে আসলে বিজেপি-তৃণমূল একসঙ্গে চলতে পারে । এই সেটিং করার জন্য উনি দিল্লি যাচ্ছেন ৷"

মমতার দিল্লি সফরকে কটাক্ষ সুজনের

আরও পড়ুন: বগটুই কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, সিবিআই অভিযানে পাকড়াও লালন শেখ

তবে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অভিষেকের সভা ও ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভাকে নাটক বলেও কটাক্ষ করেন সুজন চক্রবর্তী । তাঁর কথায়,"অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, শুভেন্দু অধিকারীরা কারও লেখা স্ক্রিপ্টে অভিনয় করে যাচ্ছেন । যুদ্ধ-যুদ্ধ, নাটক-নাটক ভাব । একেক দিন একেকজন অভিনয় করছেন । মানুষের জীবনযুদ্ধে এরা নেই । এদের নিজেদের কোনও ধক নেই । দেড় পয়সার খরিদ্দার । মানুষের জীবন যন্ত্রনার লড়াইয়ে আছে একমাত্র বামপন্থীরা ।

ABOUT THE AUTHOR

...view details