কলকাতা, 4 ডিসেম্বর: জি-20 এর প্রস্তুতি বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Delhi)। কেন্দ্রের ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তবে এই বৈঠকের পাশাপাশি মোদি-মমতার একান্ত বৈঠক নিয়ে জল্পনা চললেও, এখনও পর্যন্ত তার সম্ভাবনা ক্ষীণ ৷ তবে এই বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises Mamata Banerjee) ৷
রবিবার সুজন বলেন,"কেন্দ্রের কোনও প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যান না । আধিকারিক এবং ফাইল নিয়ে যান না । উনি (মমতা) একা যান । গোপনে গোপনে বৈঠক করেন । ফুস ফুস করলে ওনার সুবিধা হয় । যাতে পিসি-ভাইপোকে আর কোনও অসুবিধায় পড়তে না হয় । যেন পিসি ভাইপোর বিরুদ্ধে যুদ্ধ-যুদ্ধ ভাব দেখিয়ে আসলে বিজেপি-তৃণমূল একসঙ্গে চলতে পারে । এই সেটিং করার জন্য উনি দিল্লি যাচ্ছেন ৷"