পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদের দোকান খোলার নির্দেশিকা নিয়ে মত অর্থনীতিবিদের - Indian Economy

‘‘সরকার যেন তেন প্রকারে রাজস্ব ঘাটতি রোধ করতে চাইলে তা ক্ষতি হবে । কোরোনা মোকাবেলাকেই অধিক গুরুত্ব দেওয়া উচিত । সকলের হাতে টাকা দেওয়া প্রয়োজন । রাজস্ব ঘাটতি করার সময় এটা । রাজস্ব ঘাটতি মেটানোর সময় এটা নয় ।’’, জানালেন বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত ।

Suggestions of Economists over opening liquor stores
মদের দোকান খোলার নির্দেশিকা নিয়ে মত অর্থনীতিবিদের

By

Published : May 4, 2020, 4:50 PM IST

কলকাতা, 4 মে : এখন রাজস্ব আদায়ের সময় নয়। সাধারণ মানুষের স্বার্থসিদ্ধির জন্য আরও বেশি করে রাজস্ব ঘাটতি করার সময় । কোরোনাকে মোকাবিলা করার সময়। মদের দোকান খোলার নির্দেশিকা নিয়ে এমনটাই জানালেন বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত ।

দীর্ঘদিন লকডাউন চলায় একদম তলানিতে রাজস্ব আদায় । চরম অর্থনৈতিক সংকটে গোটা দেশ । এর থেকে কিছুটা সুরহা পেতে আগামীকাল থেকেই কিছুটা লকডাউন খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী গ্রিন এবং অরেঞ্জ জোনে খুলে যাবে মদের দোকান । রাজ্যে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান । প্রসঙ্গত, সরকারের GST আদায় সব থেকে বেশি হয় মদ থেকেই । আগামীকাল মদ-সহ কর আদায়ের জন‍্য অন্যান্য পরিষেবা গুলো খোলার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার‌ । যদিও বর্তমান পরিস্থিতিতে রাজস্ব আদায়কে সরকারের অধিক গুরুত্ব না দেওয়া উচিত বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সরকার যেন তেন প্রকারে রাজস্ব ঘাটতি রোধ করতে চাইলে তা ক্ষতি হবে । কোরোনা মোকাবেলাকেই অধিক গুরুত্ব দেওয়া উচিত । রিজার্ভ ব্যাঙ্কের থেকে টাকা নিয়ে সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়া প্রয়োজন । সকলের হাতে টাকা দেওয়া প্রয়োজন । রাজস্ব ঘাটতি করার সময় এটা । রাজস্ব ঘাটতি মেটানোর সময় এটা নয় । রাজস্ব ঘাটতি মেটানো সম্পর্কে সম্যক ধারণা আমাদের রয়েছে । কিন্তু কোরোনাকে কিভাবে হটানো যাবে তা এখনো আমরা জানিনা । অর্থাৎ কেন্দ্র ও রাজ্য উভয়কে দিতে হবে কোরোনা মোকাবেলার দিকেই ।’’

ABOUT THE AUTHOR

...view details