পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari slams Abhisek Banerjee: বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের পরিণাম মারাত্মক, হুঁশিয়ারি শুভেন্দুর - অভিষেকের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু

Suvendu Adhikari Attacks Abhisek Banerjee: অভিষেকের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু । একুশের মঞ্চ থেকে অভিষেক জানান, আগামী 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে । এরই পালাট জবাবে শুভেন্দু বলেন, বাড়ি ঘেরাও করার পরিণাম মারাত্মক হবে ।

Suvendu Adhikari slams Abhisek Banerjee
হুঁশিয়ারি শুভেন্দুর

By

Published : Jul 21, 2023, 5:13 PM IST

Updated : Jul 21, 2023, 5:45 PM IST

কলকাতা, 21 জুলাই:অভিষেকের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর । একুশে জুালইয়ের মঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন, আগামী 5 অগস্ট বিজেপির ছোট-বড় সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে । এরই প্রতিবাদে শুভেন্দু পালটা জবাব, " বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি ঘেরাও করলে ফল খুব খারাপ হবে । মারাত্মক পরিণাম হবে তৃণমূলের।" এই হুঁশিয়ারি দিয়েই অভিষেককে সতর্ক করলেন বিরোধী দলনেতা। একুশে জুলাইের সমাবেশে আজ মমতার আগে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যাপাধ্যায় ।

একুশে জুলাইয়ের আগেই, তৃণমূলকে নিশানা করে শুভেন্দু-সুকান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন । শুক্রবারই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও এর ডাক দেওয়া হয় বিজেপি'র তরফে । সেই মতোই এদিন ময়দানে নেমে কর্মসূচি পালন করে বিজেপি কর্মীরা । শুক্রবার একুশের মঞ্চে দাঁড়িয়ে বিজেপির সেই কর্মসূচির বিরোধিতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালটা বার্তা, " আগামী 5 অগস্ট ছোট - বড় সব ধরনের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস । সকাল 10 টা থেকে বিকেল 6টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে চলবে এই ঘেরাও কর্মসূচি। রাজ্যের ব্লক, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভায় এলাকায় যত বিজেপি নেতা আছেন তাঁদের বাড়ি ঘেরাও করা হবে। গণ ঘেরাও হবে। শুধুমাত্র বাড়ির বয়স্কদের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হবে। কিন্তু কোনও বিজেপি নেতাকে বাড়ি থেকে বেরোতে বা ঢুকতে দেওয়া হবে না।" এরপরই অভিষেকের এই বক্তব্যকে একহাত নিলেন শুভেন্দু ।

রীতিমতো হুঁশিয়ারি দিয়েই বললেন, " এর ফল মারাত্মক হতে চলেছে। আগামী 5 অগস্ট তৃণমূল কংগ্রেসের কর্মসূচির বিরুদ্ধে বিজেপি কঠোর পদক্ষেপ করতে চলেছে। এটা বরদাস্ত করা যাবে না। কারণ, বিজেপির সমস্ত কর্মীদের বাড়ি , পরিবারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিজেপিরই। "

আরও পড়ুন: Mamata Banerjee on INDIA: চেয়ার নয় বিজেপিকে হারানোই মূল লক্ষ্য, একুশের মঞ্চ থেকে বার্তা মমতার

শুভেন্দুর দাবি, কথায় কথায় তৃণমূল কংগ্রেস বিরোধীদের বাড়িতে হামলা চালায় । তিনি বলেন, "আমার বাড়িতেও হামলা চালানো হয় ।" বিরোধী দলনেতার সুরেই সুর মেলালেন রাজ্য বিজেপি সভাপতিও । মমতা- অভিষেকের নাম না নিয়েই সুকান্ত মজুমদারের কটাক্ষ, " এটা কী ধরণের গণতন্ত্র।"

Last Updated : Jul 21, 2023, 5:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details