লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের কলকাতা, 2 জানুয়ারি: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আঁচে এখনও জ্বলছে তৃণমূল ৷ দলের ভিতরেই অপ্রিয় হয়ে উঠেছেন লোকসভার দলনেতা ৷ আর সেখানে নামটা যদি তাপস রায় হয়, তাহলে তো কথাই নেই ৷ দু’জনের সম্পর্কের সমীকরণ কতটা 'সরল', তার নির্দশন অতীতে পাওয়া গিয়েছে ৷ আর তাই এবার 'বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেত' মন্তব্যে সুদীপকে নিশানা করতে ছাড়লেন না তাপস ৷ তাঁর কটাক্ষ, "অভিনয় করলে দাদাসাহেব ফালকে পেতেন সুদীপ ৷"
সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা ৷ জাতীয় স্তরে দিল্লির বড় বড় নেতার সঙ্গে তাঁর ওঠা-বসা ৷ আর সেই সূত্রেই সুদীপকে তাপসের কটাক্ষ, "উনি তো জাতীয় স্তরের নেতা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা থাকতে এটা হবে কেন ? আমি বুঝতে পারলাম না ৷ মাঝে 6 বছর তো উনি দলে ছিলেন না ৷ এই বক্তব্য কি তার বিলম্বিত বোধ হয় ! তখন এসব উপলব্ধি নিশ্চয়ই করেননি ?"
গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন বলেই এত আলোচনা । মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, সেদিন আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, দেশের রাজনীতির যা গতিপ্রকৃতি তাতে 'বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে' ৷" আর সেই মন্তব্যের পরেই কুণাল ঘোষ সুদীপকে 'অন্ধ আনুগত্য' বলে নিশানা করেছিলেন ৷ এই ইস্যুতে আজ আবার তাপস রায়ও সরব হলেন ৷
সুদীপের সমালোচনায় তাপস বলেন, "বালাই ষাট, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন ! একথা বললেন কী করে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম করে 10-12 বছরের বড় উনি ৷ মমতা আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন ৷ এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের না থাকলে উনি যে কথা বলেছেন, ওনার অবস্থা সেরকম হতে পারত ৷"
এ দিন তাপস রায়কে প্রশ্ন করা হয়, কেউ কেউ বলছেন এই নবীন-প্রবীণ দ্বন্দ্বটা আসলে তৃণমূল কংগ্রেসের নাটক ৷ তারই জবাব দিতে গিয়ে তাপস রায় বলেন, "সেটা আমি বলতে পারব না ৷ তবে, এ কথা বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি না করে অভিনয় করতেন, তবে দাদাসাহেব ফালকে তাঁর রাখা ছিল ৷ অস্কার পেতেন কিনা জানি না, তবে নাম অস্কারে বিবেচিত হত ৷"
উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের এই 'মিষ্টি-মধুর' সম্পর্ক আজকের নয় ৷ উত্তর কলকাতা তৃণমূলের সংগঠনের লড়াইয়ে বরাবর এই দুই শীর্ষনেতার দ্বৈরথ দেখা গিয়েছে ৷ এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত বৈঠকের অভিযোগও তুলেছিলেন তাপস ৷ সেই ঘটনা 2022 সালে ৷ যেখানে বিজেপির তমোঘ্ন ঘোষের সঙ্গে সুসম্পর্কের কারণে, তাঁর বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন সুদীপ ৷ যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী ৷ এ নিয়ে সাংবাদিক বৈঠক করে, সুদীপের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন তাপস রায় ৷
আরও পড়ুন:
- সুদীপের 'ছাগলের তৃতীয় সন্তান' তুলনা! হতবাক কুণাল বললেন 'অন্ধ আনুগত্য'
- অভিষেক পিছিয়ে যাবেন না, প্রতিষ্ঠা দিবসে সুব্রতের বক্তব্যে বিভাজন দেখছেন কুণাল
- বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ, প্রশ্ন তুললেন তৃণমূলের তাপস