কলকাতা, 4 ডিসেম্বর:রাজ্যজুড়ে চূড়ান্ত দুর্নীতি, মূল্যবৃদ্ধি, সারের কালোবাজারি, স্মার্ট মিটারের নামে বিদ্যুতের অস্বাভাবিক চার্জ বৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি চালু করা, নারী নির্যাতনের অভিযোগে এবং অবিলম্বে শূন্যপদে স্বচ্ছ নিয়োগ, বকেয়া ডিএ মেটানো-সহ একাধিক দাবিতে সোমবার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল এসইউসিআই । বিক্ষোভে পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে । তার জেরে আহত হন দলের একাধিক কর্মী ও সমর্থক । এরই প্রতিবাদে এ বার পথে নামছে এসইউসিআই । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে তারা ৷
তবে, শুধুই প্রতিবাদ দিবস পালন নয়, এ ছাড়াও সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে এসইউসিআই । আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসাবে পালনের ডাক দিয়েছে তারা । তাছাড়াও সামনের বছর চার জানুয়ারি জেলায় জেলায় পালিত হবে মহকুমা দফতরে বিক্ষোভ কর্মসূচি । তারপরে 6 মার্চ কলকাতায় গণআইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে এসইউসিআই ।