35 বছর পর ফের ব্রিগেড সমাবেশ এসইউসিআই-এর কলকাতা, 3 অগস্ট: 1988 সালের 4 এপ্রিল শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল এসইউসিআই । 35 বছর পেরিয়ে আবার তারা ব্রিগেড সমাবেশের আয়োজন করল । আগামী 5 অগস্ট, শনিবার এসইউসিআই-এর ব্রিগেড সমাবেশ । দলের প্রতিষ্ঠাতা তথা প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে । এ রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন রাজ্য, এমনকী দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকেও কর্মী-সমর্থক ও নেতৃত্ব এ বারের ব্রিগেড সমাবেশে আসবেন বলে দাবি করা হয়েছে দলের তরফে ।
থাকবে বিভিন্ন প্রদর্শনী: এই সমাবেশে শিবদাস ঘোষের জীবনী, তাঁর বাণী ও কাজের উপর বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা থাকবে । গত বছর 5 অগস্ট দিল্লিতে শিবদাস ঘোষের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছিল । আগামী পরশু তা ব্রিগেড সমাবেশের মাধ্যমে শেষ হবে । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, হরিয়ানার রাজ্য সম্পাদক সত্যবান, কর্ণাটক রাজ্য কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতা কে রাধাকৃষ্ণ ।
চলছে মঞ্চ বাঁধার কাজ: এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জোরকদমে মঞ্চ বাঁধার কাজ চলছে । 130 ফিট লম্বা, 30 ফিট চওড়া মঞ্চ তৈরি করা হচ্ছে । তবে, ভরা বর্ষার মরশুমে দর্শকদের জন্য কোনও চাঁদোয়া বা ছাউনির ব্যবস্থা থাকছে না ।
আসতে শুরু করেছেন প্রতিনিধিরা: বিভিন্ন জেলা ও রাজ্যর প্রতিনিধিরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন । আলিপুরের উত্তীর্ণ, সল্টলেক স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর-সহ কলকাতার আটটি জায়গায় তাঁরা জড়ো হতে শুরু করেছেন । এ রাজ্যে বিধায়ক ও সাংসদহীন রাজনৈতিক দল এসইউসিআই ব্রিগেড প্যারেড ভরানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ।
আরও পড়ুন:ডেঙ্গি রোধে পৌরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদে এসইউসিআই
কীভাবে আসছেন কর্মীরা: দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সান্টু গুপ্ত ইটিভি ভারতকে বলেন, "দেশের 25টি রাজ্য থেকে কর্মী সমর্থক আসবেন । ওড়িশা থেকে ট্রেন ভাড়া করে কর্মী সমর্থকদের আনা হচ্ছে । বাকি রাজ্যগুলি থেকে কর্মীরা নিজেদের উদ্যোগেই আসছেন । উত্তরবঙ্গ থেকে একটি ট্রেন শনিবার সকালে শিয়ালদহে ঢুকবে । সেখান থেকে মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসবেন তাঁরা । তবে, এ রাজ্যের কর্মী-সমর্থকরা নিজেদের মতো করে এই সমাবেশে যোগ দেবেন ।"
ন্যায় বিচারের জন্য লড়াই চলবে: ইটিভি ভারতকে দলের কেরল রাজ্য কমিটির সম্পাদক জেইশন জোসেফ বলেন, "সাধারণ খেটে খাওয়া মানুষকে ঐক্যবব্ধ করব আমরা । এই ওয়ার্কিং ক্লাসের অধিকার, ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাব । পার্লামেন্টারি সিস্টেমে বা ভোটিং সিস্টেমে না গিয়েও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই করা যায়, তা শিবদাস ঘোষ শিখিয়েছেন । তাঁরই জন্ম শতবার্ষিকীতে তা আবারও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে ।"