কলকাতা, 6 অগস্ট: 35 বছর পর রবিবার ফের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশ করল এসইউসিআই। দেশের বিভিন্ন রাজ্য থেকে নেতা-কর্মীদের হাজিরা চোখে পড়ার মতোই এদিন জমায়েতে ছিল। আর সেই ভরা সমাবেশ থেকে তৃণমূলের প্রতি খানিক নীরব থেকে চাঁচাছোলা ভাষায় সিপিএম-এর বিরুদ্ধেই আক্রমণ শানাতে শোনা গেল এসইউসিআই-এর শীর্ষ নেতৃত্বকে ৷ বাংলায় বামপন্থার সংকটের জন্য এদিন সিপিএমকেই সরাসরি দায়ী করলেন এসইউসিআই নেতৃত্ব ৷ ইন্ডিয়া জোট নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তাঁরা । পালটা এসইউসিআই-কে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর কথায়, "ওরা এত বলছে যাতে আগামী লোকসভা ভোটে তৃণমূল ওদের একটা আসন দেয় লড়ার জন্য।"
ব্রিগেড থেকে এসইউসিআই নেতৃত্ব সিপিএম, সিপিআই-সহ বামদলগুলোর বিরুদ্ধে নীতি-আদর্শ নিয়েও প্রশ্ন তুলেছে ৷ এসইউসিআই-এর অভিযোগ, শুধুই ভোটের রাজনীতি করে চলেছে বামেরা। তাই এক সময় দেশের বড় দল হওয়া সত্ত্বেও আজ সিপিআই ধুঁকছে। সিপিএম 34 বছর থেকে আজ বহু জায়গায় নিশ্চিহ্ন। সিপিএম এখন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে চলছে । একজন পীরকে নেতা বানিয়ে ভোট লড়ছে । সিপিএমের ভূমিকা মার্কসবাদ বিরোধী বলেও এদিন তারা দাবি করে ।