শিলিগুড়ি, 26 ডিসেম্বর: হাতে গোনা আর মাত্র ক'টা দিন ৷ তারপরেই এ রাজ্যে সরকারিভাবে যাত্রা শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের (bengals first Vande Bharat Express) ৷ হাওড়া স্টেশন থেকে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ছুটবে এই সেমি বুলেট ট্রেনটি ৷ আগামী 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এরাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ৷ রেল সূত্রে খবর, নতুন বছরের প্রথমদিন থেকে বাণিজ্যিকভাবে যাতায়াত শুরু করতে পারে ট্রেনটি ৷ তার আগে সোমবার হয়ে গেল এই এক্সপ্রেস ট্রেনটির সফল ট্রায়াল রান (trial run of Vande Bharat) ৷
এদিন সকাল 5টা 50 মিনিটে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে দুপুর 1টা 50 মিনিটে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছয় ট্রেনটি ৷ মাত্র 8 ঘণ্টাতেই প্রায় 600 কিলোমিটার পথ অতিক্রম করে এই সেমি বুলেট ট্রেনটি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প এই সেমি হাই-স্পিড ট্রেন (Vande Bharat Train) ৷ বর্তমানে শতাব্দী এক্সপ্রেসে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে সময় লাগে 8 ঘণ্টার কিছু বেশি ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এসকে চৌধুরী জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি কয়েকমাস পর এই রুটে সর্বোচ্চ 130 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে ৷ তখন হাওড়া থেকে শিলিগুড়ি পৌঁছতে 8 ঘণ্টারও কম সময় লাগবে (successful trial run of Vande Bharat Express from Howrah to NJP) ৷
আরও পড়ুন: করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দুর্গাপুরের অক্সিজেন প্ল্যান্টগুলি
সোমবার সকালে হাওড়া থেকে ট্রেনটি ট্রায়াল রান শুরু করে 130 কিলোমিটার বেগে । বর্ধমানের খানা স্টেশন পর্যন্ত 130 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ট্রেনটি চলার পর কুয়াশার জন্য ও রেল লাইনের ধারণ ক্ষমতার কারণে এর গতি কিছুটা কমে ৷ 100 থেকে 110 কিমির মধ্যে ছিল ট্রেনটির গতি ৷ পূর্ব রেল সূত্রে খবর, বর্ধমানের খানা জংশনের পর থেকেই বিভিন্ন জায়গায় স্পিড রেস্ট্রিকশন রয়েছে, সেগুলিকে মাথায় রেখেই এগিয়ে নিয়ে যেতে হবে বন্দে ভারত এক্সপ্রেসকে (Howrah-New jalpaiguri Vande Bharat Express)।