কলকাতা, 24 অক্টোবর : বিজেপিতে দিলীপ ঘোষের হাত এবার শক্তিশালী হল ৷ আরএসএস-এর (Rashtriya Swang Sevak Sangh) রাজ্য সংগঠনে বড়সড় রদবদল দেখা দিয়েছে । রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সংগঠনের দায়িত্বে এলেন সুব্রত চট্টোপাধ্যায় । একুশের বিধানসভা ভোটের আগে বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের (সংগঠন মন্ত্রী) দায়িত্বে থাকা সুব্রতকে সরিয়ে দেওয়া হয়েছিল । এবার ফিরে এল সুব্রত-দিলীপ জুটি ৷ সুব্রত চট্টোপাধ্যায়কে ক্ষেত্র 'প্রচার প্রমুখ'-এর দায়িত্ব দেওয়া হয়েছে । নতুন দায়িত্ব পেলেন বিদ্যুৎ মুখোপাধ্যায়ও ।
শনিবার কেশব ভবনের একটি বৈঠকে এই রদবদলের কথা ঘোষণা করেন ক্ষেত্র সংঘচালক অজয়কুমার নন্দী । সংঘ সূত্রে জানা গিয়েছে, বঙ্গ বিজেপিতে দিলীপ-সুব্রত জুটির সাফল্যের কথা সংঘের অন্দরে সবার জানা । সুব্রত চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরানোটা যে আরএসএস-এর ভুল সিদ্ধান্ত ছিল, সেটাও স্পষ্ট হয়েছে এতদিনে । তাঁকে সীমান্ত সুরক্ষা মঞ্চের দায়িত্ব দেওয়া হলেও সুব্রত সেই পদ গ্রহণ করেননি ।