কলকাতা, 1 জানুয়ারি : জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায় । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস । নতুন বছরের প্রথম দিন । আমেজটাই আলাদা । তবে না, আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার হ্যান্ডেলে কোনও নববর্ষের শুভেচ্ছাবার্তা ছিল না । তার পরিবর্তে ছিল মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের । যা দলের এই 'কঠিন পরিস্থিতিতে' যে কোনও তৃণমূলীকে তুড়িতে চাঙ্গা করে দিতে পারে ।
পথ চলা শুরু হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি । মা-মাটি-মানুষের নেত্রী হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না । বাংলার তখতে তখন বামেরা প্রায় দুই দশক ধরে রাজ করছে । সেখান থেকে বিরোধী নেত্রী । সিঙ্গুর-নন্দীগ্রাম হয়ে 2011-র নির্বাচনে বাম-বিরোধী ভোটব্যাঙ্ককে সঙ্গে নিয়ে ঐতিহাসিক পালাবদল । তারপর প্রায় 10 বছর ধরে বাংলার রাজনীতি বারবার আবর্তিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই । এই দীর্ঘ সময় যাঁরা দলের পাশে ছিলেন, বাংলাকে আরও উন্নত ও মজবুত করার লড়াইয়ে শামিল হয়েছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় ।
তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন আরও পড়ুন :তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবসে মিষ্টিমুখ
রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, বিধানসভা নির্বাচনের আগে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টায় মরিয়া তৃণমূল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরাও পড়ল সেই একই ছবি । তপসিয়ার তৃণমূল ভবনে উত্তোলন হল দলীয় পতাকা । সেই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরে কর্মীদের উদ্বুদ্ধ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ।
গোটা রাজ্যজুড়ে সাড়ম্বরে পালন হচ্ছে তৃণমূল কংগ্রেসের 23 তম প্রতিষ্ঠা দিবস । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এবারের প্রতিষ্ঠা দিবস তৃণমূলের কাছে খুবই তাৎপর্যপূর্ণ । দলবদলের আবহে আজ সর্বত্র কর্মীদের চাঙ্গা করার ভোকাল টনিক দিতে তৎপর নেতৃত্ব । আজ তৃণমূল ভবনে প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন, দলের অন্যতম মুখপাত্র বিশ্বজিৎ দেব এবং তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা তথা সাংসদ শান্তনু সেন সহ অন্যান্যরা । দলীয় পতাকা উত্তোলনের পর তৃণমূলের উত্থান থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও সংগ্রামের ইতিহাস সবিস্তারে বর্ণনা করলেন সুব্রত বক্সি ।