কলকাতা, 2 ফেব্রুয়ারি : তৃণমূলের সর্ব-ভারতীয় সাধরণ সম্পাদকের পদে বহাল থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইভাবে চেয়ারপার্সন দ্বারা মনোনীত হলেন সর্বভারতীয় সহ-সভাপতি সুব্রত বক্সী । এর পরেই প্রশ্ন উঠেছে সুব্রত বক্সী সর্বভারতীয় সহ-সভাপতি হলে তৃণমূলের রাজ্য সভাপতি কে ? যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা দানা বেঁধেছে দলের অন্দরমহলে । প্রসঙ্গত, রাজনীতিবিদদের মতে বর্তমানে তৃণমূল কংগ্রেসে এক ব্যক্তি এক পদ নীতি চালু আছে । তা উপেক্ষা করে সুব্রত বক্সীকে কি আবার রাজ্য সভাপতি করা হবে ? তা নিয়েই ইতিমধ্যেই বিভন্নমহলে জল্পনা তৈরি হয়েছ ।
আরও পড়ুন:Message of Mamata to TMC Workers : সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার
বুধবার সাংগঠনিক নির্বাচনে (organizational election )। একাধিক পদ ঠিক হলেও আনুষ্ঠানিকভাবে তৃণমূলের ওয়ার্কিং কমিটি এখনও গঠন হয়নি (organizational election at netaji indoor)। আপাতত পার্থ চট্টোপাধ্যায়, যশবন্ত সিনহা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-ই দলের সাংগঠনিক বিষয়গুলি দেখবেন । এখন প্রশ্ন হল, সুব্রত বক্সীকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করার পর নতুন রাজ্য সভাপতি কে হবেন ? অতীতে সুব্রত বক্সী একইসঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন । এবারও কি তাই হবে ! নাকি নতুন কারোর হাতে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়ে গিয়েছে । তবে এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ ওয়ার্কিং কমিটি ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন:Massage of Mamata to TMC worker : কংগ্রেসকে ব্রাত্য রেখেই বিজেপি'র বিরুদ্ধে লড়াইয়ের ডাক মমতার
এদিন সর্বভারতীয় সভানেত্রী বা দলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হয়ে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন (message to party workers after organizational election), তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল। তবে আমাদের ভিত্তিভূমি বাংলা । কংগ্রেসের ভিত্তিভূমি যেমন উত্তরপ্রদেশ । বিজেপির ভিত্তিভূমি গুজরাত । সেই রকম আমাদের ভিত্তিভূমি বাংলা । পশ্চিমবঙ্গের তৃণমূলকে আরোও শক্তিশালী করতে হবে । তবেই গোটা দেশে বিজেপিকে টক্কর দেওয়া যাবে । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নির্বাচনের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের কর্মী এবং সমর্থকদের আরো সংযত হওয়ার কথা বলেন ।
একসঙ্গে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যবদ্ধভাবে চলার ডাক দেন । মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানিয়েছেন, তৃণমূলের সংবিধানেও সংশোধন প্রস্তাব আনা হবে । দলকে যাতে জাতীয় পরিসরে তুলে ধরা যায় সেই জন্য দলের আর্থিক ও বিদেশ নীতিতে পরিবর্তন আনা হবে । তা ছাড়া তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক এবার আর কলকাতায় হবে না। নতুন ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে। তাঁর মতে, সর্বভারতীয় দল হিসাবে তৃণমূলকে তুলে ধরার ক্ষেত্রে ওই বৈঠকই হতে চলেছে দলের জন্য আদর্শ মূল্যায়ন ।