পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI-র ডাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজিরা সুব্রত ও মির্জার

CBI অফিসে হাজিরা দিলেন নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জা । আজ তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা ।

ফাইল ফোটো

By

Published : Sep 2, 2019, 12:52 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : ডাক পাঠানো হয়েছিল আগেই । নির্দিষ্ট দিনেই আজ CBI অফিসে হাজিরা দিলেন নারদকাণ্ডে অন্যতম অভিযুক্ত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জা । আজ তাঁদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হওয়ার কথা । পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে CBI সূত্রে খবর ।

নারদকাণ্ডে 10 জন অভিযুক্তকে তলব করেছে CBI । এই মামলায় অভিযুক্তদের আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর CBI প্রথম জেরা করে ম্যাথু স্যামুয়েলকে ৷ তারপর ডাকা হয় পুলিশকর্তা এস এম এইচ মির্জাকে ৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় CBI ৷ অভিযুক্তদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার এবং অপরূপা পোদ্দারের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ।

CBI সূত্রে খবর, তদন্তের জাল অনেকটাই গুটিয়ে আনা হয়েছে । শুরু হয়েছে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ । গত শনিবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় । তবে ব্যক্তিগত কাজে দিল্লিতে থাকায় ওইদিন যেতে পারেননি অন্যতম অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায় ।

এই সংক্রান্ত খবর : নারদকাণ্ডে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ; CBI দপ্তরে প্রসূন, হাজিরা এড়ালেন শোভন

2014 সালে কলকাতা পৌরনিগমের তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ম্যাথু স্যামুয়েলকে নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন । তদন্তকারীদের কাছে এমনটাই জানিয়েছে ম্যাথু । তাঁর আরও দাবি, সেদিন সুব্রতবাবুকে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তিনি । তদন্তকারীদের দাবি, ঠিক সেকথাই বলছে স্টিং অপারেশনের ফুটেজও ।

এই সংক্রান্ত খবর :নারদ তদন্তে ম্যাথুর ক্যামেরা নিয়ে সংশয়, কাল ফের জেরা

ABOUT THE AUTHOR

...view details