কলকাতা, 14 মে: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে পরিচিত চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য ৷ তবে দিনকয়েক আগে ভাষা দিবসে তাঁকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল ৷ আর এ বার দ্য কেরালা স্টোরি রাজ্যে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন চিত্রকর ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, একজন শিল্পী হিসেবে আরেক শিল্পীর কাজের উপর নিষেধাজ্ঞাকে মেনে নিতে পারেননি । এই বিষয়টি নিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে মুখও খুলেছেন । তাই কি তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ? তাই কি শুভাপ্রসন্নর বাড়ি গিয়ে চা-বিস্কুট খাওয়া ? এমনই নানা প্রশ্নের সোজাসাপটা উত্তর দিলেন শুভাপ্রসন্ন ৷
যেই ফিল্ম নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই 'দ্য কেরালা স্টোরি' ছবিটি আজ পর্যন্ত বক্স অফিস 97 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে । আর মাত্র একটা দিন । তারপরেই ছবিটি পৌঁছে যাবে 100 কোটিতে । বক্স অফিসে বাজিমাত করার পাশাপাশি দর্শক মহলেও বিশেষ সাড়া ফেলেছে ছবিটি । তবে দেশের অন্যান্য শহরগুলিতে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনে ছবিটি প্রেক্ষাগৃহগুলিতে রমরমিয়ে চললেও বঙ্গে এই ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছে । ইতিমধ্যেই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে বিরোধীরা । তবে এরই মধ্যে শাসক শিবিরে ছবিটি নিয়ে দু রকমের মত সামনে এসেছে ।
এই বিষয়ে শুভাপ্রসন্ন জানান যে, এটা নিয়ে তিনি আগেই প্রতিবাদ করেছেন । কারণ তিনি মনে করেন যে, কোনও শিল্পীর কাজ নিষেধ করাটা উচিত নয় । তাঁর মতে, ছবির পরিচালক অত্যন্ত গুণী । মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসেবে রাজ্যকে শান্তি-শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করেন ৷ তাই হয়তো তিনি মনে করেছেন বলে ছবির প্রদর্শন বন্ধ করেছেন । তাঁর হয়তো দেখার সুযোগ হয়নি । কিন্তু তিনি খুব সতর্ক যে, কোনও ভাবেই যাতে তাঁর রাজ্যে কোনও বিশৃংখল অবস্থা না আসে । এমনটাই মনে করেন শুভাপ্রসন্ন ৷ তিনি বলেন, "আমি আমার কথা বলেছি । আমি মনে করি যে এতে বিশৃংখল হওয়ার কোনও কারণ নেই । সত্য ঘটনা অবলম্বন করেই ছবিটি তৈরি হয়েছে ।"
'দ্য কেরালা স্টোরি'র উপর নিষেধজ্ঞার বিরুদ্ধে শুভাপ্রসন্ন নিজের মনের ভাব প্রকাশ করার পরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ চা খেতে গিয়েছিলেন শিল্পীর বাড়িতে । তৃণমূল কংগ্রেস এবং শুভাপ্রসন্নের মধ্যে ভাষা দিবসের অনুষ্ঠান থেকেই যে দূরত্ব দেখা গিয়েছিল, সেই দূরত্ব ঘোচাতেই কি মমতার দূত হয়ে শিল্পীর বাড়িতে যান কুণাল ? খবরটি সামনে আসার পরেই রাজনৈতিক মহলে এ হেন জল্পনা শুরু হয়েছে ।
শুভাপ্রসন্ন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে চা খাওয়ার প্রসঙ্গে জানান যে, কুণাল ঘোষ অনেক দিন থেকেই তাঁর বাড়িতে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন । এটা শুধুমাত্র সমাপতন ছাড়া আর কিছুই নয় বলে দাবি শুভাপ্রসন্নর । তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর অনেক কথা হয়েছে । এই নিয়ে আর কোনও 'ব্যাপার' নেই বলেই জানান শিল্পী ।