পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ভয়ানক ভুল উপস্থাপনায় স্তম্ভিত", স্বরাষ্ট্র দপ্তরকে জবাব ধনকড়ের

রাজ্যের অপরাধ নিয়ে প্রশ্ন তোলেন ধনকড় । বলেন, অগাস্টে রাজ্যে 200-র বেশি ধর্ষণ হয়েছে । তা অস্বীকার করে স্বরাষ্ট্র দপ্তর । পালটা জবাব দেন রাজ্যপাল । বলেন, রাজ্য সরকারের ভয়ানক ভুল উপস্থাপনা দেখে স্তম্ভিত ।

dhankhar
dhankhar

By

Published : Oct 7, 2020, 11:23 AM IST

কলকাতা, 7 অক্টোবর : অপরাধের এক পরিসংখ্যান প্রকাশ্যে এনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল । সেই পরিসংখ্যানকে অস্বীকার করে বিভ্রান্তিকর বলে দাবি করেছিল স্বরাষ্ট্র দপ্তর । তার পালটা জবাব দিলেন জগদীপ ধনকড় । বললেন, রাজ্য সরকারের ভয়ানক ভুল উপস্থাপনা দেখে স্তম্ভিত । ক্ষমা চেয়ে তাদের এই দাবি ফিরিয়ে নেওয়া উচিত ।

মণীশ শুক্লার মৃত্যুর পরপরই সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আগেও সরব হয়েছেন তিনি । BJP নেতার মৃত্যুতে তাঁর সেই অভিযোগ আরও তীব্র হয় । পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন । গতকাল রাজ্যে অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করেন ধনকড় ।

উল্লেখ্য, হাথরসের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবাদ মিছিলেও হাঁটেন তিনি । একই সময়ে রাজ্যপালের নীরব ভূমিকা নিয়ে কটাক্ষ করেছিল বাম-কংগ্রেসও ।

সেসব কটাক্ষ উড়িয়ে নীরবতা ভেঙে রাজ্যের অপরাধ নিয়ে প্রশ্ন তোলেন ধনকড় । দাবি করেন, অগাস্টে রাজ্যে 200-র বেশি ধর্ষণ হয়েছে । কিন্তু সে ঘটনা প্রকাশ্যে আসে না । পরিসংখ্যান প্রকাশ করে মুখ্যমন্ত্রীকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হল বলে মনে করছিল বিশেষজ্ঞ মহল ।

ধনকড় টুইটে লেখেন, "অগাস্টে রাজ্যে 223টি ধর্ষণ এবং 639টি অপহরণ হয়েছে । রাজ্যে মহিলাদের উপর অপরাধের রিপোর্ট উদ্বেগজনক । সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ার আগে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে পদক্ষেপ করতে হবে ।"

সেই টুইটের উত্তর দিয়ে কিছুক্ষণের মধ্যেই পালটা টুইট করে স্বরাষ্ট্র দপ্তর । পরিসংখ্যান সঠিক নয় বলেও দাবি করে । রাজ্যের তরফে জানানো হয়, "রাজ্যপালের তথ্য কোনও সরকারি পরিসংখ্যান বা রিপোর্টের ভিত্তিতে দেওয়া হয়নি । এটি সঠিক নয় । বিভ্রান্তিকর ।"

রাজভবনের দেওয়া ধর্ষণ ও অপহরণের পরিসংখ্যান বিভ্রান্তিকর, বলল স্বরাষ্ট্র দপ্তর

এখানেই থেমে যায়নি টুইট-দ্বন্দ্ব । স্বরাষ্ট্র দপ্তরের দাবির পালটা জবাব দেন রাজ্যপাল । কড়া ভাষায় টুইট লিখে বুঝিয়ে দেন তিনি ক্ষুব্ধ । ধনকড় লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভয়নাক ভুল উপস্থাপনা দেখে অবাক হচ্ছি । তারা ক্ষমা চেয়ে এই দাবি ফিরিয়ে নিক । ধর্ষণ ও অপহরণের যে পরিসংখ্যান প্রকাশ করেছি, তা আমায় প্রত্যেক বিভাগ থেকে অফিশিয়ালি পাঠানো হয়েছিল ।"

অগাস্টে রাজ্যে 223 টি ধর্ষণ হয়েছে, টুইট রাজ্যপালের

রাজ্যপালকে একপাক্ষিক বলে বারবার অভিযোগ করেছে রাজ্যের শাসকদল । রাজ্য-রাজ্যপাল বিরোধ তীব্র হয়েছে । কিন্তু রাজ্য প্রশাসনের প্রতি পদক্ষেপে সমালোচনা করতে ছাড়েননি ধনকড় । রাজ্যের অপরাধের পরিসংখ্যান প্রকাশ্যে এনে সেই বিরোধ আরও বাড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

ABOUT THE AUTHOR

...view details