95টি বাসে কোটা থেকে ছাত্রছাত্রীরা রাজ্যে পৌঁছাবেন কাল সকালে, জানালেন স্বরাষ্ট্র সচিব - lockdown
আগামীকাল রাজ্যে ফিরতে পারে রাজস্থানের কোটায় আটকে থাকা 2368 জন পড়ুয়া ।
কলকাতা, 30 এপ্রিল: ইতিমধ্যেই রওনা দিয়েছে ওরা । 95 টি বাস আসছে জাতীয় সড়ক ধরে । প্রবল দুশ্চিন্তার মধ্যে রাজস্থানের কোটায় আটকে থাকা ছাত্রছাত্রীরা । সব ঠিক থাকলে আগামীকাল সকালেই পৌঁছে যাবে রাজ্যে । তারপর তাদের হবে শারীরিক পরীক্ষা । আজ একথা জানালেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
মোট 2368 জন ছাত্রছাত্রী । তাদের বেশির ভাগই রাজস্থানের কোটায় প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্য গিয়েছিল । এদের বাড়ি বাংলার বিভিন্ন প্রান্তে । লকডাউনের জেরে সেখানেই আটকে পড়ে তারা । এমনিতেই রাজস্থানে সংক্রমণ অনেক বেশি । ফলে দুশ্চিন্তায় পড়ে যান ওই ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যরা । উদ্বিগ্ন পড়ুয়াদের তরফে নানা ভাবে অনুরোধ করা হয় রাজ্য সরকারের কাছে, যেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । কিন্তু প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছিল, ওই ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনা সম্ভব নয়। রাজ্যের মুখ্য সচিব বলেন, " এটা একটা বিশাল বড় কাজ । অনেক জটিলতা রয়েছে। এতটা রাস্তা এত জনকে আনা সম্ভব নয় । আর কয়েকটা দিন একটু কষ্ট করুন ।" এরপরই কোটায় আটকে থাকা ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে সচেষ্ট ছিলেন অধীর চৌধুরি । লোকসভায় কংগ্রেসের দলনেতা বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজস্থান সরকারের সঙ্গে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিষয়টি নিয়ে সাহায্যের আশ্বাস দেন।
এদিকে সমস্যার গভীরতা বুঝে নবান্ন পালটায় নিজের অবস্থান । খোদ মুখ্যমন্ত্রী বলেন, " আমি যতদিন আছি, বাংলার কেউ নিজেকে অসহায় মনে করবেন না । এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি। ছোটো ছেলেমেয়েরা যারা কোটাতে আটকে আছে তারা ঘরে ফিরবে। " মুখ্যমন্ত্রী জানিয়ে দেন একজন আমলাকে পুরো বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে । আর আজ স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন রাজ্য সরকারের অফিসারদের তত্ত্বাবধানে চলবে 95 টি বাস । সব ঠিক থাকলে আগামীকাল সকালেই পৌঁছে যাবে ওই পড়ুয়ারা রাজ্যে।