কলকাতা, 30 জানুয়ারি: ছাত্র সংসদের নির্বাচন (Students Union Vote) করানোর দাবি নিয়ে আজ, সোমবার আবারও মুখর হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) এসএফআই ইউনিট ৷ নির্বাচনের দাবির পাশাপাশি আরও চার দফা দাবিদাওয়া নিয়ে এদিন অবস্থান বিক্ষোভ চলছে ক্যাম্পাসে । আজ সেই অবস্থান বিক্ষোভের 13তম দিন ।
2019 সালের 14 নভেম্বর শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্সির ছাত্র সংসদ নির্বাচন । এরপর করোনা অতিমারীর জন্য গত দুই বছর বন্ধ রয়েছে ছাত্র সংসদের ভোট । নির্বাচিত ইউনিয়নের বয়স এবছর তিন বছর পেরিয়েছে । আবার অনেকেই পাশ করে বেরিয়ে গিয়েছেন ৷ তাই সংগঠন চালাবার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রনেতাদের অভিযোগ ।
তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতভর অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিল ভারতের ছাত্র ফেডারেশন (SFI) বা এসএফআই-এর প্রেসিডেন্সি ইউনিট । সংগঠনের পক্ষ থেকে তখনই জানানো হয়েছিল যে তাঁদের দাবি মানা না হলে, অবস্থান বিক্ষোভ চলবে অনির্দিষ্টকালের জন্য । তাই তাঁদের দাবি সম্বন্ধে জানাতে আবারও এদিন আন্দোলনকারীরা গণ জমায়েত করেন এবং মিছিল করে ডিন অফ স্টুডেন্টস ও অ্যাকাডেমিক ডিনদের সঙ্গে দেখা করেন ।
প্রেসিডেন্সির এসএফআই ইউনিট-এর সম্পাদক ঋষভ সাহা বলেন, "ডিন অব স্টুডেন্টস যদিও আমাদের লিখিতভাবে আজ জানিয়েছেন রাজ্য সরকার যেদিনই ছাত্র নির্বাচন ঘোষণা করবে, তার 24 ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্সি কর্তৃপক্ষ নির্বাচনের ঘোষণা করবেন ।’’ তিনি আরও বলেন, ‘‘এই মূল দাবির পাশাপাশি আমরা ল্যাব, লাইব্রেরি, ফিল্ড ট্রিপের ফান্ড সমস্যা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হল কি না, সেই বিষয়গুলিও জানতে চাই । এই বিষয় উনি লিখিতভাবে জানিয়েছেন যে অর্থ বরাদ্দের কাজও শুরু হয়েছে । তবে সমাবর্তনের বিষয়ে উনি কোনও সদুত্তর দিতে পারেননি ।"
প্রেসিডেন্সিতে পড়ুয়াদের বিক্ষোভ ঋষভ আরও বলেন, "অ্যাকাডেমিক ডিনরা জানিয়েছেন আমাদের ডেপুটেশন ও ডেটা খতিয়ে দেখা হয়েছে । বিষয়গুলি বিভাগীয় প্রধানদের কাছে পাঠানো হয়েছে । সমস্ত বিভাগীয় প্রধানরা ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে আলোচনা চালাচ্ছেন । এবং এই বিষয় দ্রুতই তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানাবেন । তবে নির্বাচন করানো নিয়ে রাজ্য সরকার এখনও নিষ্ক্রিয় । তাই আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব । আগামিদিনে নিষ্ক্রিয়তা থাকলে আমরা আন্দোলন আরও জোরদার করবো ।"
প্রসঙ্গত নির্বাচন করানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের অন্যান্য যে দাবিদাওয়াগুলি কতৃপক্ষের কাছে জানানো হয়েছে সেগুলি হল: অবিলম্বে ল্যাব এবং প্রাক্টিক্যাল ক্লাসের জন্যে প্রয়োজনীয় সামগ্রী-সহ লাইব্রেরিতে নতুন বই, ফিল্ড ট্রিপ ও এক্সকার্শনের জন্যে অর্থ বরাদ্দ করতে হবে । অবিলম্বে সমাবর্তন করাতে হবে । অবিলম্বে শুধুমাত্র এক ভাষার (ইংরেজি) পরিবর্তে মাতৃভাষায় শিক্ষা এবং পরীক্ষায় উত্তর লেখার অধিকার ছাত্রছাত্রীদের দিতে হবে ।
আরও পড়ুন:ছাত্র সংসদের নির্বাচন-সহ একাধিক দাবি! প্রেসিডেন্সিতে অনির্দিষ্টকালের বিক্ষোভ