কলকাতা, 12 সেপ্টেম্বর:ফের অধ্যক্ষ বদল ঘিরে তরজা আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বদলে আনা যাবেনা অন্য কাউকে । এই দাবিতে মঙ্গলবার সরব হল আরজিকরের একাধিক ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকরা ।
সোমবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নোটিস জারি করে জানানো হয়েছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের হাসপাতালে ৷ অর্থোপেডিক্সের অধ্যাপক পদে তাঁকে বদলি করা হয়েছে । পরিবর্তে তাঁর জায়গায় আসছেন বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পদে কর্মরত মানস কুমার বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে আরজিকর মেডিক্যাল কলেজ ।
এদিন প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়া ও হাসপাতালের চিকিৎসকেরা । তালা লাগিয়ে দেন দরজাতে । তাঁদের দাবি কোনওভাবেই তাঁরা আরজিকর মেডিক্যালে প্রবেশ করতে দেবেন না মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে । নবনিযুক্ত প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায় এদিন সকালে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসলেও পড়ুয়া বিক্ষোভের জেরে প্রিন্সিপাল রুমে প্রবেশ করতে পারেননি ৷ দীর্ঘক্ষণ তাঁকে বসে থাকেন এমএসভিপির অফিসে ।