পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students Protest: অধ্যক্ষ্য-বদলির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ আরজিকরে - নতুন অধ্যক্ষকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ

অধ্যক্ষ বদলি নিয়ে তরজা আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ নব নিযুক্ত প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায় এর আগে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপারের পদে ছিলেন ৷

Etv Bharat
আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 8:00 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর:ফের অধ্যক্ষ বদল ঘিরে তরজা আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বদলে আনা যাবেনা অন্য কাউকে । এই দাবিতে মঙ্গলবার সরব হল আরজিকরের একাধিক ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকরা ।

সোমবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নোটিস জারি করে জানানো হয়েছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের হাসপাতালে ৷ অর্থোপেডিক্সের অধ্যাপক পদে তাঁকে বদলি করা হয়েছে । পরিবর্তে তাঁর জায়গায় আসছেন বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পদে কর্মরত মানস কুমার বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে আরজিকর মেডিক্যাল কলেজ ।

এদিন প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়া ও হাসপাতালের চিকিৎসকেরা । তালা লাগিয়ে দেন দরজাতে । তাঁদের দাবি কোনওভাবেই তাঁরা আরজিকর মেডিক্যালে প্রবেশ করতে দেবেন না মানস কুমার বন্দ্যোপাধ্যায়কে । নবনিযুক্ত প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায় এদিন সকালে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসলেও পড়ুয়া বিক্ষোভের জেরে প্রিন্সিপাল রুমে প্রবেশ করতে পারেননি ৷ দীর্ঘক্ষণ তাঁকে বসে থাকেন এমএসভিপির অফিসে ।

আরও পড়ুন:গলব্লাডার থেকে বের হল 1364টি পাথর! জটিল অস্ত্রোপচার কলকাতা মেডিক্যাল কলেজে

ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন বলেন, "সরকার কোনও সিদ্ধান্ত দিলে তা মেনে চলা উচিত ।" যাকে নিয়ে অভিযোগ, নবনিযুক্ত প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায়ের দাবি, "ওরা আমার স্টুডেন্ট ওদের ঠিক সামলে নেব।"
তবে প্রিন্সিপাল বদলির জেরে আরজিকরে এই বিক্ষোভ প্রথম নয় । কিছু মাস আগেও এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের জায়গায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সনৎ কুমার ঘোষকে আনার কথা উঠেছিল । সেই সময়ও ঠিক একই ভাবে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে । তালা লাগিয়ে দেওয়া হয়েছিল তাঁর রুমে । তারপরেই স্বাস্থ্যভবনে ছুটে গিয়েছিলেন তিনি, পরবর্তীতে বাতিল করা হয়েছিল সেই অর্ডার । ফের সেই একই অবস্থা ।

তবে সূত্রের খবর, নব নিযুক্ত প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায় এর আগে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপারের পদে ছিলেন, তবুও তাঁকে মেনে নিতে কেন সমস্যা হচ্ছে পড়ুয়াদের।

ABOUT THE AUTHOR

...view details